রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম

পঁচিশে ডিসেম্বরের, সংগীত মেলা ও পৌষ উৎসব ২০২৩ এর প্রস্তুতি চলছে পুরোদমে। ।

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা / ৪৯৯ Time View
Update : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

আজ ২৪ শে ডিসেম্বর রবিবার সকাল থেকেই চলছে রবীন্দ্র সদনের চতুর্দিকে ও একতারা মঞ্চে সংগীত মেলার প্রস্তুতি , অন্যদিকে মোহর কুঞ্জে প্রস্তুতি চলছে পৌষ উৎসবের , দুটি উৎসবের আগামীকাল শুভসূচনা হবে ,আর তারই কাজ চলছে সারা মোহর কুঞ্জ এবং রবীন্দ্র সদন চত্বরে পুরোদমে। ডেকোরেটরের লোকজন ও শিল্পীরা খুব ব্যস্ততার সহিত কাজ শেষ করার চেষ্টা করছেন এদিকে রবিবার হওয়ায় রবীন্দ্রসদন চত্বরে মানুষের আনাগোনা চোখে পড়ার মতো, তার মধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন ছোটখাট গ্রুপ সংগীতের দল, গান বাজনায়, একটা আলাদা রকম আলোড়ন সৃষ্টি হয়েছে,

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং তথ্য সংস্কৃতি বিভাগের পরিচালনায় ও সাংস্কৃতিক কালচার বিভাগের সহযোগিতায় এই সংগীত মেলা ২৫শে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারী পর্যন্ত চলবে। বিভিন্ন স্বনামধন্য শিল্পীরা এই মঞ্চে প্রতিদিন যেমন গান করবেন ,তেমনি মোহর কুঞ্জে চলবে একই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান ,প্রদর্শনী এবং পিঠে পুলি উৎসব, তাই সারা রবীন্দ্র সদন ও মোহরকুঞ্জ জুড়ে আজ মানুষের ভিড় ও কাজের তোরজোর, সংগীত মেলা শুরু হবে প্রতিদিন দুপুর ২ টা থেকে এবং পৌষ উৎসব চলবে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে, সমস্ত সংগীত প্রেমী এবং পেটুকদের জন্য খোলা থাকবে দুটি স্থান। এছাড়াও এই অনুষ্ঠান দেখা যাবে বিভিন্ন ক্লাবে এবং মঞ্চে, এই সংগীত মেলা উপলক্ষে সুন্দর সুন্দর মডেল তৈরি হয়েছে , সেগুলি আস্তে আস্তে রবীন্দ্রসদনের চতুর্দিকে সাজানোর কাজ চলছে।, শুধু তাই নয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যেরও একটি ছবি মঞ্চের সম্মুখভাগে বসানোর কাজ চলছে। এছাড়াও অন্যান্য সংগীতপ্রেমীদের জন্য থাকছে একটি অডিশনের স্টল, যেখানে তাদের যোগ্যতা তুলে ধরবেন সংগীতের মধ্য দিয়ে, সকল দর্শকদের উদ্দেশ্যে ও সঙ্গীতপ্রেমীদের উদ্দেশ্যে জানান, ২৫শে ডিসেম্বর উপলক্ষে এবং বড় দিনকে সামনে রেখে এই অনুষ্ঠানকেও সুন্দরময় করে তুলুন ও পরিদর্শন করুন প্রদর্শনীগুলি আগামীকাল থেকে। মনের খাবার, জিভে জল আনা খাবার পাবেন ,পৌষ উৎসব মেলা স্টল থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর