শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম

রূপগঞ্জে পার্কিংয়ে থাকা দুই পরিবহন বাসে আগুন

মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ / ৬৬৮ Time View
Update : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

নারায়নগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকায় পার্কিংয়ে থাকা গ্লোরি এক্সপ্রেস নামক দুইটি পরিবহনে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে । গতকাল ২১ জানুয়ারি রবিবার ভোরে ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায় রবিবার ভোরে গ্লোরি এক্সপ্রেস পরিবহনের থেমে থাকা ঢাকা মেট্রো -ব-১২-২৯৪৩,ও ঢাকা মেট্রো -ব-১৫-০৪১৬ এর দুইটি বাসে আগুন জ্বলতে দেখতে পায়। স্থানীয়রা ঘটনাস্থলে দ্রুত এসে আগুন নিভানোর চেষ্টা চালায়।

খবর পেয়ে ভুলতা ফাড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ফায়ার সার্ভিস খবর দেয়। ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে বাসের মালিক ও ড্রাইভার ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। ড্রাইবার হৃদয় বলেন, ভোর সাড়ে চারটার দিকে গাড়ি নিয়ে গোলাকান্দাইল চৌরাস্তা থেকে চার পাঁচজন প্যাসেঞ্জার নিয়ে বলাইখাঁ এলাকায় পৌঁছানোর পর গাড়ির পিছনে আগুন দেখতে পাই তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে লক্ষ্য করে দেখি বাড়িতে কোন যাত্রী নেইএর মধ্যেই আগুনটি ভয়ঙ্কর রূপ নিয়ে পাশে থাকা আরেকটি গাড়ি চোখের পলকে পুড়ে ছাই হয়ে যায়।

বাস মালিক মনির হোসেন (কালু) বলেন, আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখি বাস দুটি পুরে ছাই হয়ে গিয়েছে তবে কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে আমি কিছু বলতে পারি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর