মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম

সামসুল হক খান স্কুল এন্ড কলেজের শিক্ষা সপ্তাহ ও ক্লাব ফেষ্টিভ্যাল-২০২৪

নাজমুল হাসানঃ / ৩৩৪ Time View
Update : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪

সামসুল হক খান স্কুল এন্ড কলেজ কর্তৃক শিক্ষা সপ্তাহ ও ক্লাব ফেষ্টিভ্যাল-২০২৪ অনুষ্ঠিত হয়। শনিবার ১০ ফেব্রুয়ারি সকাল ১০ টায় প্রতিষ্টানের ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়।এতে সভাপতিত্ব করেন সামসুল হক খান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল,ড.মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রধান মন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সদস্য ও HWPL এ পিস এ্যাম্বাসেডর, শিক্ষাবিদ ড. মাহাবুবুর রহমান মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার। উক্ত শিক্ষা সপ্তাহ ও ক্লাব ফেষ্টিভ্যাল-২০২৪ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী,ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইকবাল হোসাইন বিপিএম-সেবা।, সামসুল হক খান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ডিএসসিসি ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সামসুদ্দিন ভুঁইয়া সেন্টু,
সেফ এইড হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক ও গভর্নিং বডির সদস্য সরওয়ার আরিফ উদ্দিন খান, গভর্নিং বডির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম,ডিএমপি ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেমরা) মোঃ মাসুদুর রহমান মনির, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শ্যামপুর) আলাউদ্দিন,
সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)মধুসূদন দাস।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ মোজহারুল ইসলাম সোহেল, সামসুল হক খান স্কুল এন্ড কলেজ প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, ইংলিশ ভার্সন -ইনচার্জ আলমগীর হোসেন,দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন, ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম,ডেমরা ষ্টাফ কোয়াটার এলাকার ট্রাফিক ইন্সপেক্টর জিয়া, কোনাপাড়া ফাঁড়ি ইনচার্জ এসআই সোহেল রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান (বিপিএম, পিপিএম-বার) বলেন, মানুষ হিসেবে গড়ে উঠতে একজন মানুষ কে বিশেষ কিছু মানবিক গুণাবলী অর্জন করতে হয়,তাই লেখা পড়ার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে ভালো মানুষ হওয়া উচিত,ঢাকা শহরের বাইরে ডেমরার অজো পাড়াগাঁয়ে সামসুল হক খান স্কুল এন্ড কলেজ আজ সারা দেশে নিজেদের অবস্থান করে নিয়েছে তা অবাক হওয়ার মত বিষয়।

এ সময় প্রতিষ্ঠানের সহ-শিক্ষা কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন ডিএমপি কমিশনার।

প্রতিষ্ঠানটিতে পাঠদানের পাশাপাশি রয়েছে বিনোদন আর সৃজনশীলতায় ভরা সহ-শিক্ষা কার্যক্রম। আত্মনির্ভরশীল বুদ্ধিবৃত্তি সম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে এই শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানটিতে রয়েছে বেশ কিছু ক্লাব এগুলোর মধ্যে, ডিবেটিং ক্লাব, ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, কম্পিউটার ক্লাব, আর্ট এন্ড কালচারাল ক্লাব, বিজ্ঞান ক্লাব স্পোর্টস ক্লাব ও নিউট্রিশন ক্লাব উল্লেখযোগ্য ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর