শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে নৌকা ও ঈগলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পেলাম।

খন্দকার সেলিম রেজা প্রতিনিধি ঢাকা বিভাগ / ২৭৮ Time View
Update : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪

৭ ই জানুয়ারী ২০২৪ খ্রি. অনুুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় নির্বাচনে নরসিংদী- ৪ (মনোহরদী-বেলাব) আসনে নৌকা ও ঈগল প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান শিল্পমন্ত্রী ও এমপি এবং বাংলাদেশ যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাড.নূরুল মজিদ মাহমূদ হুমায়ূন এর সঙ্গে তীব্র লড়াই হবে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য মনোহরদী উপজেলা পরিষদের ৫ বাবের সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু,
এলাকাবাসী মনে করছেন,এ আসনে নৌকা ও ঈগল প্রতীকের মধ্যে তীব্র ভোট যুদ্ধ হবে।যদিও এ আসনে আরো দুটি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।তারা হলেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এমদাদুল হক ভূলন এবং বাংলাদেশ জাতীয় পার্টির এ্যাড.কামাল উদ্দীন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৬১০ জন।মহিলা ভোটার ২ লাখ ২ হাজার ৮১৭, পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৭৮১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ০২ জন।সরেজমিনে ঘুরে দেখা গেছে,নির্বাচনের আগ মুহূর্তে সর্বত্র নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে।পুরো এলাকা পোস্টারে পোষ্টারে ছেয়ে গেছে।নির্বাচনী বিধি মোতাবেক শুক্রবার সকালঃ-৮ টার আগ পর্যন্ত চলেছে ব্যাপক প্রচারণা। ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করেছেন প্রার্থী এবং প্রার্থীর পক্ষের নেতা-কর্মীরা।ভোট নিজেদের আয়ত্তে আনতে করেছেন উঠান বৈঠক ও গণ-সংযোগ। উভয় প্রার্থী ই ভোটারদের দিয়েছেন নতুন নতুন প্রতিশ্রুতি। চায়ের দোকান, পাড়া-মহল্লা থেকে শুরু করে সব জায়গায় একই আলোচনা কে জিতবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। সমর্থকরা এগিয়ে রাখছেন তাদের নিজ নিজ প্রার্থীকে। তবে এ নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।সবকিছু ঠিক থাকলে জয়-পরাজয়ের জন্য প্রার্থীদেরকে অপেক্ষা করতে হবে ৭ ই জানুয়ারী রবিবার ভোটগণনা পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর