ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল নিহতের সংখ্যা বেড়ে ১৬, স্বজনদের আহাজারি বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দিতে রোম গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পূর্বের নির্বাচনী কর্মকর্তারা এবার দায়িত্বে থাকছেন না: স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারুণ্যের অঙ্গীকারে প্রবাসী নেতৃত্ব—জাপান কানসাই ইউনিট জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নরসিংদীর আশিক খন্দকার বিমানবন্দরে সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা শ্যামনগরের ৭০ মণ্ডপে তারেক রহমানের আর্থিক উপহার নির্বাচন নিয়ে ‘নীলনকশা’ হলে জনগণ ছেড়ে দেবে না লাদাখ বিক্ষোভের নেতা সোনম ওয়াংচুক গ্রেপ্তার

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 107

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেওয়া চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ এবং কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ হিসেবে দুই ধাপে মোট ১১টি কমিশন গঠন করে। এসব কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গড়ার লক্ষ্যে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। প্রথম দিন ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন—এই পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের ওপর ভিত্তি করে ৩৯টি রাজনৈতিক দলের মতামত জানতে চায় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় ৩৪টি দল ইতোমধ্যে নিজেদের মত জানিয়ে দিয়েছে এবং এখন তাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করছে কমিশন। বিএনপির সঙ্গে এই বৈঠক সেই ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

আপডেট সময় : ১১:৩৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেওয়া চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ এবং কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ হিসেবে দুই ধাপে মোট ১১টি কমিশন গঠন করে। এসব কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গড়ার লক্ষ্যে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। প্রথম দিন ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন—এই পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের ওপর ভিত্তি করে ৩৯টি রাজনৈতিক দলের মতামত জানতে চায় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় ৩৪টি দল ইতোমধ্যে নিজেদের মত জানিয়ে দিয়েছে এবং এখন তাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করছে কমিশন। বিএনপির সঙ্গে এই বৈঠক সেই ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ।