খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন

- আপডেট সময় : ০৪:৪৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / 183

বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক পরীক্ষার পর রাজধানীর গুলশানের নিজ বাসভবনে ফিরে গেছেন। বুধবার দিবাগত রাত ২টা ৫২ মিনিটে তিনি গুলশান-২ এলাকার ৭৯ নম্বর সড়কে অবস্থিত তার বাসা ‘ফিরোজা’-তে পৌঁছান।
এর আগে, রাত ১টা ৪৮ মিনিটে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার ওপর নজর রাখা মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে জানান, খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং পরীক্ষা শেষে রাতেই বাসায় ফিরিয়ে আনা হয়।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও তার হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন এবং নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তার বাসা ও হাসপাতালে গঠিত বিশেষ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে।