বিএনপির মহাসচিবের শোকবার্তা: সাংগঠনিক সম্পাদক মাশুক হোসাইনের পিতার মৃত্যুতে গভীর শোক
- আপডেট সময় : ০১:১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / 146

কানাডার বিএনপি পশ্চিম শাখার সংগঠনিক সম্পাদক মো. মাশুক হোসাইন খানের পিতা মো. জাকির হোসাইন খান ফারুক (৭০) গত ২৪ জুলাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তায় মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “মো. জাকির হোসাইন খান ফারুক ছিলেন একজন ধর্মপরায়ণ, পরোপকারী এবং বিনয়ী ব্যক্তি। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
মহাসচিব আরও বলেন, মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দান করেন।
বিএনপির সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মরহুম জাকির হোসাইন খান ফারুকের মৃত্যুতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শোকাহত। তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।















