বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ নারী দল

- আপডেট সময় : ১১:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / 154

এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে নজরকাড়া জয় পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার (২৯ জুন) মিয়ানমারের ইয়াংগুনে অনুষ্ঠিত ম্যাচে বাহরাইনকে ৭-০ ব্যবধানে হারিয়ে আলোচনায় উঠে আসে লাল-সবুজের মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ ছিল পুরোপুরি আধিপত্যে। ১০ মিনিটেই দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড শামসুন্নাহার। তিনি দারুণভাবে বল নিয়ন্ত্রণে এনে বক্সে ঢুকে বাহরাইনের গোলরক্ষককে ফাঁকি দিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান।
মাত্র পাঁচ মিনিট পর আসে দ্বিতীয় গোল। বাম প্রান্ত থেকে আসা লম্বা পাস ধরে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত কোনাকুনি শটে স্কোরলাইন ২-০ করেন আরেক ফরোয়ার্ড।
৪২তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলার মধ্যে কোহাতি কিসকু বল পাঠান বাহরাইনের জালে, যা বাংলাদেশকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয়। ইনজুরি টাইমে ঝড় তোলেন তহুরা খাতুন। মাত্র তিন মিনিটে দুটি গোল করে তিনি প্রথমার্ধেই বাংলাদেশকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমেনি। আরও দুটি গোল করে বাংলাদেশ জয় নিশ্চিত করে ৭-০ ব্যবধানে। একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। পুরো ম্যাচে বাংলাদেশ দলের আধিপত্য ও সংহতি ছিল চোখে পড়ার মতো।
এই জয়ে বাংলাদেশ নারী ফুটবল দল বাছাই পর্বে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে এই সাফল্যে।