পারভেজ হত্যায় অভিযুক্ত ঐশী-টিনা আটক

- আপডেট সময় : ১১:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / 190

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় অভিযুক্ত ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী ফাতেমা তাহসিন ঐশী ও ফারিহা হক টিনাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে রাজধানীর জুরাইন এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, তারা জুরাইনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এর আগে, গত ১৯ এপ্রিল বিকেল ৪টার দিকে বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত হন জাহিদুল ইসলাম পারভেজ। পরে তিনি মারা যান।
এ ঘটনায় পরদিন (২০ এপ্রিল) পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন শিক্ষার্থী মাহাথি, মেহেরাজ, আবুজর গিফারীসহ আটজনকে নামীয় আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকেও মামলায় আসামি করা হয়।
ঘটনার পর থেকেই ডিবি পুলিশ তদন্ত শুরু করে এবং ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাও রয়েছেন।
এদিকে ইউনিভার্সিটি অব স্কলার্স কর্তৃপক্ষ দুই ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। ফাতেমা তাহসিন ঐশী ব্যবসায় প্রশাসন এবং ফারিহা হক টিনা ইংরেজি বিভাগের শিক্ষার্থী বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে এবং তদন্ত চলছে