টেকনাফ সৈকতে ভেসে এলো মাঝিবিহীন ফিশিং ট্রলার

- আপডেট সময় : ১১:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / 115

কক্সবাজারের টেকনাফ উপকূলে মাঝিবিহীন একটি বড় ফিশিং ট্রলার ভেসে এসেছে। বুধবার (১৮ জুন) বিকেলে বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া সৈকতে ট্রলারটি ভেসে আসে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় জেলে রফিকুল ইসলাম।
তিনি জানান, “গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও উত্তাল সাগরের কারণে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠেছে। এর মধ্যেই অজ্ঞাত একটি বড় ট্রলার জোয়ারের পানিতে ভেসে হাজমপাড়া সৈকতে চলে আসে। তবে ট্রলারটিতে কোনো লোকজন ছিল না। এরপর স্থানীয় কিছু মানুষ ট্রলারে থাকা মালামাল ও কাঠ ভেঙে লুটপাট করে নিয়ে যায়।”
টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার শাহা বলেন, “মাঝিবিহীন ট্রলারটি হাজমপাড়া সৈকতে ভেসে এসেছে। ঘটনাটি কোস্ট গার্ড দেখছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ট্রলারটির মালিক টেকনাফের কেউ হতে পারে।”
প্রশাসনের পক্ষ থেকে ট্রলারটির মালিকানা, উৎস ও এর সঙ্গে কোনো অপরাধ সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।