ক্যাম্প-২০-তে বজ্রপাতে একই পরিবারের ৫ রোহিঙ্গা আহত

- আপডেট সময় : ১০:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / 115

আজ রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০-এর এম/৮ ব্লকে বজ্রপাতে দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের পাঁচজন রোহিঙ্গা গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী রোহিঙ্গাদের বরাতে জানা গেছে, আকস্মিক বজ্রপাত সরাসরি বসতঘর দুটির ওপর আঘাত হানলে ঘরের ভেতরে থাকা লোকজন গুরুতর আহত হন। আশপাশের রোহিঙ্গারা দ্রুত তাদের উদ্ধার করে ক্যাম্প-২০-এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন আনোয়ারা বেগম (৪৭), পিতা: কালা মিয়া; জিয়াউর রহমান (২১), আয়শা বিবি (১৫) — যাদের পিতা সলিম উল্লাহ এবং এফসিএন: ২৮৩৬১৯; সোনাউল্লাহ (২৮), পিতা: সলিম উল্লাহ; ও হোসনে আরা (২৪), পিতা: কলিম উল্লাহ, যার এফসিএন: ৪৫১৮৫৮। সকলেই ক্যাম্প-২০-এর এম/৮ ব্লকের বাসিন্দা।
এই ঘটনার পর পুরো ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক রোহিঙ্গা বাসিন্দা আশঙ্কা করছেন, বৃষ্টি ও বজ্রপাতের এমন ঘটনা আরও ঘটতে পারে, বিশেষ করে পাহাড়ঘেরা এবং তেরপল-নির্ভর ঝুঁকিপূর্ণ বসতঘরগুলোর কারণে।
স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল কর্তৃপক্ষ সবাইকে বজ্রপাতের সময় খোলা জায়গা বা ঘরের বাইরে অবস্থান না করার আহ্বান জানিয়েছেন।
আজ সারাদিন বৃষ্টিপাত থাকায় ক্যাম্পের মানুষজন পাহাড়ধস ও বজ্রপাত নিয়ে চরম উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছেন।