কুষ্টিয়ায় ফেনসিডিলসহ তিন ভারতীয় নাগরিক আটক

- আপডেট সময় : ০৭:৩৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / 159

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ফেনসিডিলসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার চরচিলমারী এলাকার ডিগ্রীরচর থেকে তাদের আটক করা হয়। বিষয়টি বিকেলে নিশ্চিত করে বিজিবি-৪৭ ব্যাটালিয়ন।
আটক ব্যক্তিরা হলেন ভারতের মুর্শিদাবাদ জেলার জুয়েল মণ্ডল (২৫), রাকিবুল মণ্ডল (৩৫) ও বাপন মণ্ডল (৩২)। তাদের কাছ থেকে ৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় মাদক পাচারের অভিযোগে ওই তিন ভারতীয়কে আটক করা হয়। তবে একই ঘটনায় জড়িত আরও দুই বাংলাদেশি—নিজাম মণ্ডল (৪৫) ও শরীফুল মণ্ডল (২৫)—পালিয়ে যান। তাদের আটকের চেষ্টা চলছে।
অভিযান চলাকালে হাটপাড়া এলাকা থেকে মালিকবিহীন ১৪ কেজি ভারতীয় গাঁজা এবং চরচিলমারী আকন্দপাড়া এলাকা থেকে ৪৮৫ পিস ভারতীয় ইয়াবাও জব্দ করা হয়েছে। বিজিবির দাবি, জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২২ হাজার ১০০ টাকা।
আটক ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।