ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল নিহতের সংখ্যা বেড়ে ১৬, স্বজনদের আহাজারি বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দিতে রোম গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পূর্বের নির্বাচনী কর্মকর্তারা এবার দায়িত্বে থাকছেন না: স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারুণ্যের অঙ্গীকারে প্রবাসী নেতৃত্ব—জাপান কানসাই ইউনিট জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নরসিংদীর আশিক খন্দকার বিমানবন্দরে সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা শ্যামনগরের ৭০ মণ্ডপে তারেক রহমানের আর্থিক উপহার নির্বাচন নিয়ে ‘নীলনকশা’ হলে জনগণ ছেড়ে দেবে না লাদাখ বিক্ষোভের নেতা সোনম ওয়াংচুক গ্রেপ্তার

উচ্ছ্বাসে ভরা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 107

উচ্ছ্বাসে ভরা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার সমাপ্তি

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পহেলা বৈশাখ উদ্‌যাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হয়ে সাড়ে ১০টায় চারুকলার সামনেই এসে শেষ হয়। “নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান”—এই শক্তিশালী প্রতিপাদ্যে আয়োজিত শোভাযাত্রাটি হয়ে ওঠে উৎসবমুখর, প্রাণবন্ত এবং একাত্মতার প্রতীক।

শোভাযাত্রার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী, কৃষক, রিকশাচালক, নারী ফুটবলার এবং দেশের ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঢাবি ক্যাম্পাস পরিণত হয় এক রঙিন মিলনমেলায়।

শোভাযাত্রা সাজানো হয় মুখোশ, প্ল্যাকার্ড, ঐতিহ্যবাহী মোটিফ ও প্রতীকী শিল্পকর্মে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ব্যবহৃত হয় ফিলিস্তিনের পতাকা এবং তরমুজের ফালি মোটিফ। এবারের আয়োজনকে আরও বৈচিত্র্যময় করে তোলে ২১টি শিল্পময় মোটিফ—যার মধ্যে ছিল ৭টি বড়, ৭টি মাঝারি এবং ৭টি ছোট মোটিফ। মূল আকর্ষণ ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। এছাড়া ছিল মাছ, পায়রা, বাঘ এবং আলোচিত ‘মুগ্ধর পানির বোতল’-এর রূপায়ণ।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী শোভাযাত্রায় অংশ নিয়ে বলেন, “এটি রাজনৈতিক কোনো আয়োজন নয়। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ নিইনি, বরং ফ্যাসিবাদের মতো অশুভ শক্তির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছি।” তিনি আরও বলেন, “বাংলাদেশের সব জনগোষ্ঠী ও সাংস্কৃতিক ঐতিহ্যের মিলন এই আয়োজন। এটি বাংলাদেশের ঐক্যের প্রতীক।”

এবারের আয়োজন নিয়ে নামকরণ প্রসঙ্গে বিতর্ক থাকলেও ফারুকী পরিষ্কার করেন, “আগে চাপিয়ে দেওয়া হয়েছিল ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি। এবার চারুকলা অনুষদ সিদ্ধান্ত নিয়েছে তাদের সূচনালগ্নের নামেই আয়োজন করা হবে—‘আনন্দ শোভাযাত্রা’। এর ঐতিহাসিক ভিত্তিও রয়েছে যশোর থেকে ঢাকায় আগমনের মাধ্যমে।”

তিনি বলেন, “এটি শুধু বাঙালির নয়—চাকমা, মারমা, গারোসহ সব জাতিগোষ্ঠীর উৎসব। তাই আমরা এটিকে বাংলাদেশের জাতীয় উৎসব হিসেবে গ্রহণ করছি। আজকের দিনটি আগামী প্রজন্মের জন্য ঐতিহাসিক হয়ে থাকবে।”

প্রাণের উৎসবে রঙ ছড়িয়ে শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা—বাংলাদেশের সংস্কৃতির বহুত্ব, সৌন্দর্য ও প্রতিরোধের এক অনন্য প্রকাশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উচ্ছ্বাসে ভরা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার সমাপ্তি

আপডেট সময় : ১২:৫৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

পহেলা বৈশাখ উদ্‌যাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হয়ে সাড়ে ১০টায় চারুকলার সামনেই এসে শেষ হয়। “নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান”—এই শক্তিশালী প্রতিপাদ্যে আয়োজিত শোভাযাত্রাটি হয়ে ওঠে উৎসবমুখর, প্রাণবন্ত এবং একাত্মতার প্রতীক।

শোভাযাত্রার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী, কৃষক, রিকশাচালক, নারী ফুটবলার এবং দেশের ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঢাবি ক্যাম্পাস পরিণত হয় এক রঙিন মিলনমেলায়।

শোভাযাত্রা সাজানো হয় মুখোশ, প্ল্যাকার্ড, ঐতিহ্যবাহী মোটিফ ও প্রতীকী শিল্পকর্মে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ব্যবহৃত হয় ফিলিস্তিনের পতাকা এবং তরমুজের ফালি মোটিফ। এবারের আয়োজনকে আরও বৈচিত্র্যময় করে তোলে ২১টি শিল্পময় মোটিফ—যার মধ্যে ছিল ৭টি বড়, ৭টি মাঝারি এবং ৭টি ছোট মোটিফ। মূল আকর্ষণ ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। এছাড়া ছিল মাছ, পায়রা, বাঘ এবং আলোচিত ‘মুগ্ধর পানির বোতল’-এর রূপায়ণ।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী শোভাযাত্রায় অংশ নিয়ে বলেন, “এটি রাজনৈতিক কোনো আয়োজন নয়। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ নিইনি, বরং ফ্যাসিবাদের মতো অশুভ শক্তির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছি।” তিনি আরও বলেন, “বাংলাদেশের সব জনগোষ্ঠী ও সাংস্কৃতিক ঐতিহ্যের মিলন এই আয়োজন। এটি বাংলাদেশের ঐক্যের প্রতীক।”

এবারের আয়োজন নিয়ে নামকরণ প্রসঙ্গে বিতর্ক থাকলেও ফারুকী পরিষ্কার করেন, “আগে চাপিয়ে দেওয়া হয়েছিল ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি। এবার চারুকলা অনুষদ সিদ্ধান্ত নিয়েছে তাদের সূচনালগ্নের নামেই আয়োজন করা হবে—‘আনন্দ শোভাযাত্রা’। এর ঐতিহাসিক ভিত্তিও রয়েছে যশোর থেকে ঢাকায় আগমনের মাধ্যমে।”

তিনি বলেন, “এটি শুধু বাঙালির নয়—চাকমা, মারমা, গারোসহ সব জাতিগোষ্ঠীর উৎসব। তাই আমরা এটিকে বাংলাদেশের জাতীয় উৎসব হিসেবে গ্রহণ করছি। আজকের দিনটি আগামী প্রজন্মের জন্য ঐতিহাসিক হয়ে থাকবে।”

প্রাণের উৎসবে রঙ ছড়িয়ে শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা—বাংলাদেশের সংস্কৃতির বহুত্ব, সৌন্দর্য ও প্রতিরোধের এক অনন্য প্রকাশ।