ইনিংস পরাজয়ের মুখে বাংলাদেশ

- আপডেট সময় : ০৭:৫৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / 139

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ দলের টেস্ট ম্যাচে পরাজয় এখন প্রায় সময়ের ব্যাপার মাত্র। ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১১৫ রান, ইনিংস পরাজয় এড়াতে প্রয়োজন আরও ৯৬ রান। ক্রিজে আছেন লিটন দাস, অপর প্রান্তে সঙ্গী মেহেদী হাসান মিরাজ শেষ বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন।
প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ২৪৭ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা তুলে ফেলে ৪৫৮ রান, ফলে লঙ্কানদের লিড দাঁড়ায় ২১১। এই বিশাল ব্যবধানের চাপ মাথায় নিয়েই ব্যাট করতে নামে টাইগাররা।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়। এনামুল হক বিজয় আগ্রাসী শুরুর পরও ১৯ রানেই ফিরে যান। চা-বিরতির ঠিক আগে সাদমান ইসলাম বিদায় নেন মাত্র ১২ রানে। এরপর একে একে আউট হন মুমিনুল হক (১৫), শান্ত (১৯) এবং মুশফিকুর রহিম (২৬)। বিশেষ করে মুশফিকের বোল্ড হয়ে যাওয়াটা দলের মনোবলে বড় ধাক্কা দেয়।
একসময় লিটন ও মিরাজ কিছুটা প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিলেও দিনের একদম শেষ বলে মিরাজের আউট হতাশা বাড়িয়েছে আরও। এখন ক্রিজে আছেন লিটন দাস, যিনি ১৩ রানে অপরাজিত। কিন্তু তার চারপাশে স্বীকৃত ব্যাটার নেই, আর ইনিংস পরাজয় এড়াতে বাকি ৯৬ রান।
প্রশ্ন একটাই—লিটনের ব্যাটে কি রচিত হবে কোনো অলৌকিক গল্প? নাকি টাইগারদের ফিরতে হবে ইনিংস হারের তিক্ত স্বাদ নিয়েই?