ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল নিহতের সংখ্যা বেড়ে ১৬, স্বজনদের আহাজারি বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দিতে রোম গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পূর্বের নির্বাচনী কর্মকর্তারা এবার দায়িত্বে থাকছেন না: স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারুণ্যের অঙ্গীকারে প্রবাসী নেতৃত্ব—জাপান কানসাই ইউনিট জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নরসিংদীর আশিক খন্দকার বিমানবন্দরে সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা শ্যামনগরের ৭০ মণ্ডপে তারেক রহমানের আর্থিক উপহার নির্বাচন নিয়ে ‘নীলনকশা’ হলে জনগণ ছেড়ে দেবে না লাদাখ বিক্ষোভের নেতা সোনম ওয়াংচুক গ্রেপ্তার

আন্দোলনে যোগ দিয়েছেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 174

আন্দোলনের যোগ দিয়েছেন ইশরাক

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে কাকরাইলে আন্দোলনে সমর্থকদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন

বুধবার (২১ মে) সন্ধ্যার পর কাকরাইল মোড়ে অবস্থান নেওয়া সমর্থকদের মাঝে উপস্থিত হন তিনি। তার উপস্থিতিতে আন্দোলনকারীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়। তারা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন ইশরাকের পক্ষে।

গত কয়েক দিন ধরেই নগর ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ চালিয়ে আসছেন ইশরাকের সমর্থকেরা। আজ তারা কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীদের দাবি, নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের পর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী ইশরাকই ঢাকা দক্ষিণ সিটির বৈধ মেয়র, তাই অবিলম্বে তার শপথ গ্রহণ কার্যকর করতে হবে।

এদিন ইশরাকের বৈধতা নিয়ে করা রিটের রায় ঘোষণার কথা থাকলেও আদালত বৃহস্পতিবার (২২ মে) পর্যন্ত সময় বৃদ্ধি করেন। এ ঘোষণার পর ইশরাকের সমর্থকেরা কাকরাইলে রাতব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

এদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সামনের সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। ব্যারিকেড দিয়ে রাস্তা আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং জলকামান প্রস্তুত রাখা হয়েছে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায়।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছিল। সেই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন।
২০২3 সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার। এরপর চলতি বছরের ২৭ মার্চ এক নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে বৈধ বিজয়ী ঘোষণা করে এবং ২৭ এপ্রিল নির্বাচন কমিশন আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করে। তবে এখনও পর্যন্ত তার শপথ গ্রহণ সম্পন্ন হয়নি, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভ।

ইশরাকের সমর্থকেরা বলছেন, “গেজেট প্রকাশের পরও শপথে বাধা মানে জনগণের রায়ের প্রতি অবজ্ঞা।” আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আন্দোলনে যোগ দিয়েছেন ইশরাক

আপডেট সময় : ০৮:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে কাকরাইলে আন্দোলনে সমর্থকদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন

বুধবার (২১ মে) সন্ধ্যার পর কাকরাইল মোড়ে অবস্থান নেওয়া সমর্থকদের মাঝে উপস্থিত হন তিনি। তার উপস্থিতিতে আন্দোলনকারীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়। তারা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন ইশরাকের পক্ষে।

গত কয়েক দিন ধরেই নগর ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ চালিয়ে আসছেন ইশরাকের সমর্থকেরা। আজ তারা কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীদের দাবি, নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের পর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী ইশরাকই ঢাকা দক্ষিণ সিটির বৈধ মেয়র, তাই অবিলম্বে তার শপথ গ্রহণ কার্যকর করতে হবে।

এদিন ইশরাকের বৈধতা নিয়ে করা রিটের রায় ঘোষণার কথা থাকলেও আদালত বৃহস্পতিবার (২২ মে) পর্যন্ত সময় বৃদ্ধি করেন। এ ঘোষণার পর ইশরাকের সমর্থকেরা কাকরাইলে রাতব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

এদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সামনের সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। ব্যারিকেড দিয়ে রাস্তা আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং জলকামান প্রস্তুত রাখা হয়েছে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায়।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছিল। সেই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন।
২০২3 সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার। এরপর চলতি বছরের ২৭ মার্চ এক নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে বৈধ বিজয়ী ঘোষণা করে এবং ২৭ এপ্রিল নির্বাচন কমিশন আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করে। তবে এখনও পর্যন্ত তার শপথ গ্রহণ সম্পন্ন হয়নি, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভ।

ইশরাকের সমর্থকেরা বলছেন, “গেজেট প্রকাশের পরও শপথে বাধা মানে জনগণের রায়ের প্রতি অবজ্ঞা।” আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।