এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে

- আপডেট সময় : ০৬:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
- / 216

এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি জানান, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ১০ এপ্রিল থেকেই পরীক্ষা শুরু হবে।
সম্প্রতি কিছু পরীক্ষার্থী পরীক্ষা এক মাস পেছানোর এবং পরীক্ষার মাঝে ৩-৪ দিনের বিরতি দেওয়ার দাবি জানিয়েছে। এ নিয়ে তারা আন্দোলনের ঘোষণাও দিয়েছে। তবে শিক্ষার্থীদের গুজবে কান না দিয়ে পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
তিনি বলেন, “পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় উপকরণ পাঠানোর কাজও প্রায় শেষ পর্যায়ে। এখন পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। শিক্ষার্থীদের উচিত শেষ মুহূর্তের প্রস্তুতিতে মনোযোগ দেওয়া।”
বোর্ডের তথ্যমতে, আগামী ১০ এপ্রিল থেকে শুরু হয়ে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তত্ত্বীয় অংশ ১৩ মে (সাধারণ শিক্ষা বোর্ড), ১৫ মে (মাদ্রাসা বোর্ড) পর্যন্ত চলবে। এরপর ২২ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে ৩ এপ্রিল, ‘এসএসসি পরীক্ষার্থী ২০২৫’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে পরীক্ষা এক মাস পেছানোর দাবি জানানো হয়। তারা উল্লেখ করে, রমজান মাস ও ঈদের কারণে পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া সম্ভব হয়নি, যা ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে শিক্ষা বোর্ড এই দাবিকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে।