জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

- আপডেট সময় : ০১:৫৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / 248

রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। নির্ধারিত সময়ের আগেই মসজিদের ভেতর ও আশপাশের এলাকা পরিপূর্ণ হয়ে যায়। মুসল্লিরা নফল নামাজ, তাসবিহ, দোয়া ও কোরআন তিলাওয়াতে সময় কাটান।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে সরেজমিনে দেখা যায়, বেলা ১২টার আগেই মুসল্লিরা দলে দলে মসজিদে প্রবেশ করছেন। সোয়া বারোটার মধ্যেই মসজিদের প্রধান অংশ পূর্ণ হয়ে গেলে মুসল্লিরা বারান্দা, দ্বিতীয় ও তৃতীয় তলায় অবস্থান নেন। স্থান সংকুলান না হওয়ায় অনেককে বাইরেও নামাজ আদায় করতে দেখা যায়।
মোহাম্মদ আলী নামের এক মুসল্লি বলেন, “আজকের দিনটি সব মুসলমানদের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুমাতুল বিদার বিশেষ মর্যাদার কারণে সবাই আগেভাগেই মসজিদে চলে এসেছেন। আজ মসজিদে আগের যেকোনো শুক্রবারের তুলনায় বেশি ধর্মীয় আবহ অনুভূত হচ্ছে।”
আরেক মুসল্লি, ইব্রাহিম বলেন, “রমজান মাসের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ, তবে জুমাতুল বিদার আলাদা মাহাত্ম্য রয়েছে। তাই আমরা আগেভাগেই এসে নামাজের জন্য প্রস্তুতি নিয়েছি। মসজিদে উপস্থিতি অন্যান্য শুক্রবারের তুলনায় অনেক বেশি, একাগ্রতাও বেশি মনে হচ্ছে। আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন ও আমাদের জীবন বরকতময় করেন—এই প্রার্থনাই করছি।”
রমজানের শেষ জুমাকে জুমাতুল বিদা বলা হয়। কোরআন-হাদিসে এ দিনটির বিশেষ কোনো ফজিলতের উল্লেখ নেই, তবে এটি জুমার দিন হওয়ায় স্বাভাবিকভাবেই তা গুরুত্বপূর্ণ। আলেমদের মতে, অন্যান্য জুমার দিনের মতোই এ দিনও বেশি বেশি ইবাদত, দোয়া ও তাসবিহ-তাহলিল করা উচিত। বিশেষ কোনো ইবাদতের প্রচলন না থাকলেও, এই দিনকে ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত।