১ লাখ নয়, এখন ৫ লাখ ঘুষ দিতে হয়

- আপডেট সময় : ০১:০০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / 184

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের চলমান অব্যবস্থা ও দুর্নীতির চিত্র তুলে ধরে বলেছেন, “এখন এমন সময় এসেছে যে আগে যেখানে ব্যবসায়ীকে ১ লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন দিতে হচ্ছে ৫ লাখ টাকা। প্রশাসনে কোনো সুশাসন নেই, আইন-শৃঙ্খলারও উন্নতি হয়নি।”
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমানের নতুন বই “অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য” প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফখরুল অভিযোগ করেন, “চাঁদাবাজি বাড়ছে, পুলিশে কোনো পরিবর্তন নেই। আগে তিন লাখ টাকায় যেখানে কাজ হতো, এখন তা পাঁচ লাখেও হয় না। এই দুর্নীতির দৌরাত্ম্যই বলে দেয়—কোথাও প্রশাসনিক নিয়ন্ত্রণ নেই।”
তিনি আরও বলেন, “এই ধরনের অবস্থা রাতারাতি বদলানো সম্ভব নয়, তবে এজন্য গণতন্ত্রকে বন্ধ করে রাখা যাবে না। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার সফল হয় না। চাপিয়ে দেওয়া কোনো ব্যবস্থাই টেকসই হতে পারে না।”
সংস্কার নিয়ে তাঁর বক্তব্য ছিল, “আমরা যেটা বলছি, সেটা হলো—পরিবর্তনের কথা। কিন্তু সেই পরিবর্তন যেন গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আসে, স্বৈরতান্ত্রিক হস্তক্ষেপে নয়।”
আন্তর্জাতিক বাণিজ্য প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সময়কার ট্যারিফ নীতির কথাও তুলে ধরেন ফখরুল। তার মতে, “বাংলাদেশের জন্য সেই নীতি এক বড় ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে, যদি আমরা এখনই কৌশলগত প্রস্তুতি না নিই।”
মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক দল হিসেবে সরকারে থাকুক বা না থাকুক, আমাদের সবার দায়িত্ব হওয়া উচিত দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করা। আজ যে সংকট চলছে, তার মূলে রয়েছে জবাবদিহিতার অভাব ও একচ্ছত্র ক্ষমতার অপব্যবহার।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বক্তারা দেশের বর্তমান শাসন কাঠামো ও অর্থনৈতিক ব্যবস্থার দুর্বলতাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।