সংবাদ শিরোনাম ::
দুই ছাত্রী আটকের তথ্য সঠিক নয়: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১২:০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
- / 100

বনানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় দুই ছাত্রী আটকের যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
বার্তায় বলা হয়, “বিভিন্ন সংবাদমাধ্যমে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে দুই ছাত্রী আটকের খবর প্রকাশিত হয়েছে, যা সঠিক নয়।”
এর আগে বৃহস্পতিবার রাতে একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফাতেমা তাহসিন ঐশী ও ফারিহা হক টিনা নামের দুই ছাত্রীকে আটক করেছে ডিবি পুলিশ। তবে ডিএমপির পক্ষ থেকে এই তথ্য অস্বীকার করা হয়েছে।