সংবাদ শিরোনাম ::
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সতর্ক সংকেত বহাল

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১২:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / 176

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দেশের সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বুধবার (২৮ মে) এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, সুস্পষ্ট লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে।
এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, “এই লঘুচাপটি আগামীকাল নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এখনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে এর প্রভাবে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।”