সন্ত্রাসে ঢাকার রাস্তায় রক্ত, অভিযানে সফলতা

- আপডেট সময় : ১২:৫৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 194

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বাকি দুজনকে র্যাব।
শুক্রবার (১১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিমিা বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
হত্যাকাণ্ডটি ঘটে গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন সড়কে। সেখানে সোহাগকে কুপিয়ে, পিটিয়ে এবং ইট-সিমেন্টের টুকরো দিয়ে থেঁতলে হত্যা করা হয়। ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সোহাগের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ডিসি তালেবুর রহমান জানান, ভাঙাড়ির ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ। এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের পাশাপাশি র্যাবও অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে। ফলে এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের ওপর হামলার সময়কার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোড়ন তোলে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।