রায়পুরায় মেঘনার চর থানা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান

- আপডেট সময় : ১০:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / 115

নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলে মেঘনার চর থানা প্রতিষ্ঠার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে থানা বাস্তবায়ন পরিষদ। সোমবার (২১ এপ্রিল) রায়পুরার পাড়াতলী ও বাঁশগাড়ী ইউনিয়নের মধ্যবর্তী আড়াকান্দা এলাকায় থানা স্থাপনের দাবিতে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম, মেঘনার চর থানা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন, সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন জাহাঙ্গীর, প্রচার উপকমিটির আহ্বায়ক ও সাংবাদিক বশির আহম্মদ মোল্লা, অ্যাডভোকেট মাহফুজ এবং মহিবুর রহমান প্রমুখ।
স্বাধীনতার পর থেকেই রায়পুরার এই চরাঞ্চলের মানুষ স্থানীয় প্রশাসনের কাছে আলাদা থানার দাবি জানিয়ে আসছে। “চর এলাকার শান্তি চাই, মেঘনার চর থানা চাই”—এই স্লোগানে মুখর হয়ে পাড়াতলী, শ্রীনগর, বাঁশগাড়ী, চরমধুয়া, মির্জারচর ও চাঁনপুর ইউনিয়নের কয়েক লাখ বাসিন্দা থানা স্থাপনের দাবিতে একত্রিত হয়েছেন।
থানা বাস্তবায়ন পরিষদের নেতাদের দাবি, আইনশৃঙ্খলা রক্ষার জন্য একটি থানা জরুরি হলেও এখনো এ অঞ্চলে তা স্থাপিত হয়নি। ফলে দীর্ঘদিন ধরে চরবাসী উন্নয়ন থেকে বঞ্চিত। রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, বাজার-বাণিজ্য এবং নদীভাঙন রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
তারা বলেন, “চরবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং নিরাপত্তা ও উন্নয়নের জন্য দ্রুত মেঘনার চর থানা বাস্তবায়ন করতে হবে।”