রায়পুরায় প্রবাসী যুব সংঘের ব্যতিক্রমী আয়োজন

- আপডেট সময় : ০৯:৫৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / 349

নরসিংদীর রায়পুরার কান্দাপাড়া প্রবাসী যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ক্যারিয়ার ও সামাজিক সচেতনতামূলক প্রোগ্রাম: রিচার্জ ইউরসেলফ অ্যান্ড পজিটিভ প্যারেন্টিং” শীর্ষক একটি ব্যতিক্রমী অনুষ্ঠান ও এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা।
নিজের শ্রমে সমাজ ও জীবনে পরিবর্তন আনার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। অনুষ্ঠানটি হয় ২৫ জুলাই (শুক্রবার) বিকেলে, কান্দাপাড়া শহীদ বশিরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। সভাপতিত্ব করেন মরহুম হানিফ মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আকরাম হোসেন উজ্জ্বল এবং সঞ্চালনায় ছিলেন মাহবুব সাইফুল।
শুরুতেই জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া করা হয় এবং আহতদের জন্য সুস্থতা কামনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক। প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও শিক্ষাবিদ এ.এস.এম. ওয়াহেদুজ্জামান পনির। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আল মামুন রাসেল এবং বিশেষ আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বশির আহম্মদ মোল্লা, পিরিজকান্দি আলিম মাদ্রাসার প্রভাষক কাজী শফিক উল্লাহ নিরু, রায়পুরা উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শহীদ মিয়া, নরসিংদী উদয়ন কলেজের অধ্যক্ষ মো. হাসিবুর রহমান অনিক, রায়পুরা উপজেলা শাখা জামায়াতে ইসলামী সেক্রেটারি ইসমাইল হোসেন, রায়পুরা মডেল কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান ভূঁইয়া, রায়পুরা আদর্শ কলেজের পরিচালক মেহেদী হাসান প্রমুখ