রাকসুর সাবেক জিএস খন্দকার জাহাঙ্গীর কবির রানা আর নেই

- আপডেট সময় : ০৫:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / 189

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮০’র দশকের তুখোড় ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য খন্দকার জাহাঙ্গীর কবির রানা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (৯ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)’র ১৯৮০-৮১ সালের নির্বাচনে বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন পাবনার সুজানগরের সন্তান জাহাঙ্গীর কবির রানা। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ছিলেন।
মৃত্যুকালে জাহাঙ্গীর কবির রানা এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার একমাত্র ছেলে খন্দকার নাজমুন নবী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অধ্যয়নরত। আগামী মঙ্গলবার তিনি দেশে ফিরলে বাবার জানাজা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।