ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল নিহতের সংখ্যা বেড়ে ১৬, স্বজনদের আহাজারি বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দিতে রোম গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পূর্বের নির্বাচনী কর্মকর্তারা এবার দায়িত্বে থাকছেন না: স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারুণ্যের অঙ্গীকারে প্রবাসী নেতৃত্ব—জাপান কানসাই ইউনিট জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নরসিংদীর আশিক খন্দকার বিমানবন্দরে সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা শ্যামনগরের ৭০ মণ্ডপে তারেক রহমানের আর্থিক উপহার নির্বাচন নিয়ে ‘নীলনকশা’ হলে জনগণ ছেড়ে দেবে না লাদাখ বিক্ষোভের নেতা সোনম ওয়াংচুক গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

মোংলায় যুবদল নেতা হত্যাচেষ্টায় গ্রেপ্তার দুই

মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)
  • আপডেট সময় : ১২:১৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / 98

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোংলায় যুবদল নেতা রাহাত হোসেন মুন্নার ওপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মোংলা পৌর স্বেচ্ছাসেবক দল। এ ঘটনায় মামলা দায়েরের পর দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) বিকাল ৫টায় পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা পৌর মার্কেট চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন।

সমাবেশে বক্তারা মুন্নার ওপর প্রকাশ্য দিবালোকে সংঘটিত হামলাকে ‘বর্বরোচিত ও রাজনৈতিক প্রতিহিংসামূলক’ উল্লেখ করে তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। পাশাপাশি হামলার নির্দেশদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সাব্বির, সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম দিদার, পৌর বিএনপির সদস্য শফিকুল ইসলাম শান্ত, যুবদল নেতা মামুন ভূঁইয়া, বি. এম. ওয়াসিম আরমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের কর্মীরা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ জুন) দুপুরে মোংলা পোর্ট পৌরসভার পূর্ব পাশে গিয়াস উদ্দিন সড়কে পূর্ব শত্রুতার জেরে রাহাত হোসেন মুন্নার ওপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। হামলায় মুন্নার মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার পর মুন্নার স্ত্রী তানজিলা আক্তার স্মৃতি বাদী হয়ে মোংলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ আরও ৯-১০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, মামলার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন—মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহন উদ্দিন মোহন এবং বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শরিফুল ইসলাম মিঠু। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে, এবং পরিস্থিতি নজরে রাখতে বাড়ানো হয়েছে পুলিশি টহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

মোংলায় যুবদল নেতা হত্যাচেষ্টায় গ্রেপ্তার দুই

আপডেট সময় : ১২:১৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

মোংলায় যুবদল নেতা রাহাত হোসেন মুন্নার ওপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মোংলা পৌর স্বেচ্ছাসেবক দল। এ ঘটনায় মামলা দায়েরের পর দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) বিকাল ৫টায় পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা পৌর মার্কেট চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন।

সমাবেশে বক্তারা মুন্নার ওপর প্রকাশ্য দিবালোকে সংঘটিত হামলাকে ‘বর্বরোচিত ও রাজনৈতিক প্রতিহিংসামূলক’ উল্লেখ করে তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। পাশাপাশি হামলার নির্দেশদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সাব্বির, সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম দিদার, পৌর বিএনপির সদস্য শফিকুল ইসলাম শান্ত, যুবদল নেতা মামুন ভূঁইয়া, বি. এম. ওয়াসিম আরমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের কর্মীরা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ জুন) দুপুরে মোংলা পোর্ট পৌরসভার পূর্ব পাশে গিয়াস উদ্দিন সড়কে পূর্ব শত্রুতার জেরে রাহাত হোসেন মুন্নার ওপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। হামলায় মুন্নার মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার পর মুন্নার স্ত্রী তানজিলা আক্তার স্মৃতি বাদী হয়ে মোংলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ আরও ৯-১০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, মামলার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন—মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহন উদ্দিন মোহন এবং বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শরিফুল ইসলাম মিঠু। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে, এবং পরিস্থিতি নজরে রাখতে বাড়ানো হয়েছে পুলিশি টহল।