ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল নিহতের সংখ্যা বেড়ে ১৬, স্বজনদের আহাজারি বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দিতে রোম গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পূর্বের নির্বাচনী কর্মকর্তারা এবার দায়িত্বে থাকছেন না: স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারুণ্যের অঙ্গীকারে প্রবাসী নেতৃত্ব—জাপান কানসাই ইউনিট জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নরসিংদীর আশিক খন্দকার বিমানবন্দরে সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা শ্যামনগরের ৭০ মণ্ডপে তারেক রহমানের আর্থিক উপহার নির্বাচন নিয়ে ‘নীলনকশা’ হলে জনগণ ছেড়ে দেবে না লাদাখ বিক্ষোভের নেতা সোনম ওয়াংচুক গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ৩৯ সাক্ষীর জবানবন্দি গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 103
দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে এখন পর্যন্ত ৩৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই ধাপ শেষ হয়। আগামীকাল পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এর আগে মোট ৩৫ জন সাক্ষীর জেরা শেষে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। প্রসিকিউশন পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এসএইচ তামিমসহ অন্যান্যরা। অপরদিকে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন উপস্থিত ছিলেন। রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আইনজীবী ছিলেন যায়েদ বিন আমজাদ।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল এই মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেয়। একইসঙ্গে সত্য উদঘাটনে রাজসাক্ষী হওয়ার আবেদনে অনুমতি পান সাবেক আইজিপি আল-মামুন।

উল্লেখ্য, এই মামলার বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। এর একটি আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের ঘটনায় দায়ের, আরেকটি ২০১৩ সালে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে হতাহতের ঘটনাকে কেন্দ্র করে।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সরকার ও এর সহযোগী বাহিনীর বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছিল। বর্তমানে এসব অভিযোগের বিচার দু’টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান।

শেখ হাসিনা
শেখ হাসিনা, ফাইল ছবি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ৩৯ সাক্ষীর জবানবন্দি গ্রহণ

আপডেট সময় : ১১:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে এখন পর্যন্ত ৩৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই ধাপ শেষ হয়। আগামীকাল পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এর আগে মোট ৩৫ জন সাক্ষীর জেরা শেষে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। প্রসিকিউশন পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এসএইচ তামিমসহ অন্যান্যরা। অপরদিকে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন উপস্থিত ছিলেন। রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আইনজীবী ছিলেন যায়েদ বিন আমজাদ।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল এই মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেয়। একইসঙ্গে সত্য উদঘাটনে রাজসাক্ষী হওয়ার আবেদনে অনুমতি পান সাবেক আইজিপি আল-মামুন।

উল্লেখ্য, এই মামলার বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। এর একটি আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের ঘটনায় দায়ের, আরেকটি ২০১৩ সালে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে হতাহতের ঘটনাকে কেন্দ্র করে।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সরকার ও এর সহযোগী বাহিনীর বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছিল। বর্তমানে এসব অভিযোগের বিচার দু’টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান।

শেখ হাসিনা
শেখ হাসিনা, ফাইল ছবি