ভোট নিয়ে তারেক রহমানের প্রস্তাব গ্রহণ করেছেন ড. ইউনূস

- আপডেট সময় : ০৪:৪৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
- / 116

আগামী বছরের রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব উপস্থাপন করা হয়।
শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায়, সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বৈঠকে তারেক রহমান প্রস্তাব দেন যে, ২০২৬ সালের রমজানের আগে ভোটের আয়োজন করলে দেশের জন্য তা ইতিবাচক হবে। তিনি জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও এই সময়কে নির্বাচনের জন্য উপযুক্ত মনে করেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ প্রস্তাবকে গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং জানান, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী রহমানের আগেই নির্বাচন আয়োজন সম্ভব। তবে এর আগে প্রয়োজনীয় সংস্কার ও বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি অর্জন করতে হবে।
তারেক রহমান প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান। পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. ইউনূসও।
এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, “নির্বাচনের তারিখ নিয়ে কোনো জটিলতা নেই। আমাদের যৌথ বিবৃতিতে সব পরিষ্কার করা হয়েছে। আশা করছি, নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে।