ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল নিহতের সংখ্যা বেড়ে ১৬, স্বজনদের আহাজারি বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দিতে রোম গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পূর্বের নির্বাচনী কর্মকর্তারা এবার দায়িত্বে থাকছেন না: স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারুণ্যের অঙ্গীকারে প্রবাসী নেতৃত্ব—জাপান কানসাই ইউনিট জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নরসিংদীর আশিক খন্দকার বিমানবন্দরে সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা শ্যামনগরের ৭০ মণ্ডপে তারেক রহমানের আর্থিক উপহার নির্বাচন নিয়ে ‘নীলনকশা’ হলে জনগণ ছেড়ে দেবে না লাদাখ বিক্ষোভের নেতা সোনম ওয়াংচুক গ্রেপ্তার

ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলে-মিশে

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / 167

তারেক রহমান

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনরায় পেলে বিএনপি মিলে-মিশে দেশ পরিচালনা করবে বলে অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে যুব সমাবেশে এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন জানিয়েছে; ফ্যাসিবাদের দেড় দশক পর ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সব নারী-পুরুষ-ছাত্র-তরুণ-যুবসমাজসহ সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান; আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন।

তিনি আরও বলেন, “আমি আজ এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের সবার সহযোগিতা কামনা করছি। যারা আমার নেতাকর্মী আছেন, যারা সংবাদকর্মী আছেন, তাদের মাধ্যমে আমি দেশের সব মানুষের কাছে বলতে চাই; ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলে-মিশে।”

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয়তাবাদী যুবদল’, ‘জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল’ ও ‘জাতীয়তাবাদী ছাত্রদল’; এই তিন সংগঠনের যৌথ উদ্যোগে ‘যুব সমাবেশের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রযুক্তিনির্ভর যুবসমাজ গড়ে তুলতে দলের কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি আগামী দিনে কর্মসংস্থানের ব্যবস্থা করা। বেকারদের কর্মের ব্যবস্থা করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।

“জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে। জনগণের আকাঙ্ক্ষা পূরণে আর প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন দরকার। তাই প্রতিটি সেক্টরে পরিকল্পনাগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সেটাই আমরা গুরুত্ব দিচ্ছি। আজকের যুবসমাজের কাছে আমার আবেদন, বিএনপির জনমুখী ও গণমুখী কর্মপরিকল্পনাগুলো জনগণের সামনে তুলে ধরুন। জনগণের রায় পেলে বিএনপি রাষ্ট্রীয় পরিচালনার সুযোগ পেলে আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এসব বাস্তবায়ন করব।”

তারেক বলেন, “একটি দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি যখন কর্মক্ষম শ্রমশক্তি থাকে, সেটিকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। আমাদের অধিকাংশ জনসংখ্যাই কর্মক্ষম। শুধু এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা প্রয়োজন।”

তিনি বলেন, “বিএনপি মনে করে দেশের তরুণ ও যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। তাহলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। তরুণদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি খেলাধুলায় পারদর্শিতা অর্জনের সুযোগ দিতে হবে।”

তারেক আরও বলেন, “একজন বক্তা ‘নতুন কুড়ি’র কথাও বলেছেন। যুবকদের মধ্যে প্রযুক্তি জ্ঞানের পাশাপাশি যারা খেলাধুলায় পারদর্শী হতে চায়, তাদের জন্য সুযোগ তৈরি করা প্রয়োজন। এজন্য ‘নতুন কুড়ি’ আবার চালু করব। নতুন কুড়ির একটি বিষয়ে স্পোর্টস বা ক্রীড়াও থাকবে।”

তিনি বলেন, “দেশের ভবিষ্যৎ বংশধরদের দিক থেকে খেলাধুলায় দক্ষদের বের করে আনব। খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে ক্রীড়া শিক্ষাকেও কারিকুলামে অন্তর্ভুক্ত করব।”

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস. এস. জিলানীর সভাপতিত্বে ও যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, সাংবাদিক মুক্তাদির রশীদ রুমি ও শরীফুল ইসলাম খান, নাট্য নির্মাতা মাসরুর রশীদ বান্নাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফসীর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলে-মিশে

আপডেট সময় : ১১:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

জনরায় পেলে বিএনপি মিলে-মিশে দেশ পরিচালনা করবে বলে অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে যুব সমাবেশে এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন জানিয়েছে; ফ্যাসিবাদের দেড় দশক পর ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সব নারী-পুরুষ-ছাত্র-তরুণ-যুবসমাজসহ সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান; আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন।

তিনি আরও বলেন, “আমি আজ এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের সবার সহযোগিতা কামনা করছি। যারা আমার নেতাকর্মী আছেন, যারা সংবাদকর্মী আছেন, তাদের মাধ্যমে আমি দেশের সব মানুষের কাছে বলতে চাই; ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলে-মিশে।”

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয়তাবাদী যুবদল’, ‘জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল’ ও ‘জাতীয়তাবাদী ছাত্রদল’; এই তিন সংগঠনের যৌথ উদ্যোগে ‘যুব সমাবেশের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রযুক্তিনির্ভর যুবসমাজ গড়ে তুলতে দলের কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি আগামী দিনে কর্মসংস্থানের ব্যবস্থা করা। বেকারদের কর্মের ব্যবস্থা করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।

“জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে। জনগণের আকাঙ্ক্ষা পূরণে আর প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন দরকার। তাই প্রতিটি সেক্টরে পরিকল্পনাগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সেটাই আমরা গুরুত্ব দিচ্ছি। আজকের যুবসমাজের কাছে আমার আবেদন, বিএনপির জনমুখী ও গণমুখী কর্মপরিকল্পনাগুলো জনগণের সামনে তুলে ধরুন। জনগণের রায় পেলে বিএনপি রাষ্ট্রীয় পরিচালনার সুযোগ পেলে আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এসব বাস্তবায়ন করব।”

তারেক বলেন, “একটি দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি যখন কর্মক্ষম শ্রমশক্তি থাকে, সেটিকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। আমাদের অধিকাংশ জনসংখ্যাই কর্মক্ষম। শুধু এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা প্রয়োজন।”

তিনি বলেন, “বিএনপি মনে করে দেশের তরুণ ও যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। তাহলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। তরুণদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি খেলাধুলায় পারদর্শিতা অর্জনের সুযোগ দিতে হবে।”

তারেক আরও বলেন, “একজন বক্তা ‘নতুন কুড়ি’র কথাও বলেছেন। যুবকদের মধ্যে প্রযুক্তি জ্ঞানের পাশাপাশি যারা খেলাধুলায় পারদর্শী হতে চায়, তাদের জন্য সুযোগ তৈরি করা প্রয়োজন। এজন্য ‘নতুন কুড়ি’ আবার চালু করব। নতুন কুড়ির একটি বিষয়ে স্পোর্টস বা ক্রীড়াও থাকবে।”

তিনি বলেন, “দেশের ভবিষ্যৎ বংশধরদের দিক থেকে খেলাধুলায় দক্ষদের বের করে আনব। খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে ক্রীড়া শিক্ষাকেও কারিকুলামে অন্তর্ভুক্ত করব।”

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস. এস. জিলানীর সভাপতিত্বে ও যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, সাংবাদিক মুক্তাদির রশীদ রুমি ও শরীফুল ইসলাম খান, নাট্য নির্মাতা মাসরুর রশীদ বান্নাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফসীর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য দেন।