সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় চার জন নিহত

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
- আপডেট সময় : ০৮:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / 155

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি সিএনজি অটোরিকশা ও দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার জন প্রাণ হারিয়েছেন। রোববার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকাগামী দুটি মোটরসাইকেলের সঙ্গে মাধবপুরগামী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। পরবর্তীতে আরেকটি মোটরসাইকেল পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান। পরে আরও একজন মারা যান বলে জানা গেছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমরা তিনটি মরদেহ উদ্ধার করেছি। একজন নিহত ব্যক্তির লাশ তার স্বজনরা নিয়ে গেছে বলে জানতে পেরেছি।”
এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।