ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল নিহতের সংখ্যা বেড়ে ১৬, স্বজনদের আহাজারি বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দিতে রোম গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পূর্বের নির্বাচনী কর্মকর্তারা এবার দায়িত্বে থাকছেন না: স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারুণ্যের অঙ্গীকারে প্রবাসী নেতৃত্ব—জাপান কানসাই ইউনিট জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নরসিংদীর আশিক খন্দকার বিমানবন্দরে সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা শ্যামনগরের ৭০ মণ্ডপে তারেক রহমানের আর্থিক উপহার নির্বাচন নিয়ে ‘নীলনকশা’ হলে জনগণ ছেড়ে দেবে না লাদাখ বিক্ষোভের নেতা সোনম ওয়াংচুক গ্রেপ্তার

ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, পাশে পিস্তল ও চিরকুট

মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া
  • আপডেট সময় : ০৩:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • / 90

ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, পাশে পিস্তল ও চিরকুট

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার সদর উপজেলায় নিজ ঘর থেকে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বিছানার পাশে একটি পিস্তল ও একটি চিরকুট পাওয়া গেছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

রোববার (৮ জুন) সকালে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের তাহাজমোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে উপস্থিত পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রহমান উজ্জ্বল (৩৫) পাটিকাবাড়ি বাজার এলাকার বাসিন্দা ও মৃত ওসমানের ছেলে। তিনি একটি বিস্কুট কোম্পানির পরিবেশক ছিলেন এবং স্থানীয় বাজারে ফটোকপির দোকান চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাহাজমোড় এলাকায় নিজের জমির উপর একটি টিনের ছাপড়া ঘরে একাই থাকতেন উজ্জ্বল। রোববার সকালে দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা জানালা দিয়ে উঁকি দিলে বিছানায় তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশে খবর দেন।

উজ্জ্বলের স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরে তিনি পৈতৃক বাড়ি ছেড়ে নিজ জমির ঘরে বসবাস করছিলেন। প্রায় তিন মাস আগে স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। সেই থেকে একা থাকতেন উজ্জ্বল। মানসিকভাবে তিনি বেশ কিছুদিন ধরেই ভেঙে পড়েছিলেন বলেও জানান তারা।

এএসআই শামসুল হক জানান, মরদেহটি বিছানায় পড়ে ছিল এবং মাথায় গুলির চিহ্ন ছিল স্পষ্ট। পাশ থেকে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে কিছু লেখা ছিল, যা তদন্তের স্বার্থে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হলেও, অস্ত্রের উৎসসহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, পাশে পিস্তল ও চিরকুট

আপডেট সময় : ০৩:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫

কুষ্টিয়ার সদর উপজেলায় নিজ ঘর থেকে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বিছানার পাশে একটি পিস্তল ও একটি চিরকুট পাওয়া গেছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

রোববার (৮ জুন) সকালে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের তাহাজমোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে উপস্থিত পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রহমান উজ্জ্বল (৩৫) পাটিকাবাড়ি বাজার এলাকার বাসিন্দা ও মৃত ওসমানের ছেলে। তিনি একটি বিস্কুট কোম্পানির পরিবেশক ছিলেন এবং স্থানীয় বাজারে ফটোকপির দোকান চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাহাজমোড় এলাকায় নিজের জমির উপর একটি টিনের ছাপড়া ঘরে একাই থাকতেন উজ্জ্বল। রোববার সকালে দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা জানালা দিয়ে উঁকি দিলে বিছানায় তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশে খবর দেন।

উজ্জ্বলের স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরে তিনি পৈতৃক বাড়ি ছেড়ে নিজ জমির ঘরে বসবাস করছিলেন। প্রায় তিন মাস আগে স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। সেই থেকে একা থাকতেন উজ্জ্বল। মানসিকভাবে তিনি বেশ কিছুদিন ধরেই ভেঙে পড়েছিলেন বলেও জানান তারা।

এএসআই শামসুল হক জানান, মরদেহটি বিছানায় পড়ে ছিল এবং মাথায় গুলির চিহ্ন ছিল স্পষ্ট। পাশ থেকে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে কিছু লেখা ছিল, যা তদন্তের স্বার্থে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হলেও, অস্ত্রের উৎসসহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে।