বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যা: গ্রেপ্তার তিনজন

- আপডেট সময় : ১১:৪২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / 177

বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ভোরে রাজধানীর মহাখালী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—খুলনার মাহবুবুর রহমানের ছেলে আল কামাল শেখ ওরফে কামাল (১৯), ময়মনসিংহের লাল মিয়ার ছেলে আলভী হোসেন জুনায়েদ (১৯), এবং জামালপুরের সুলাইমান শেখের ছেলে আল আমিন সানি (১৯)। পুলিশ জানিয়েছে, তারা হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজেও তাদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মামলার এজাহারভুক্ত আসামি এবং অন্যান্য পলাতকদের সম্পর্কে জানে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তে অগ্রগতি আশা করা হচ্ছে।
এর আগে, রোববার (২০ এপ্রিল) পারভেজের ভাই হুমায়ুন কবির বনানী থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারীসহ আটজনের নাম উল্লেখ করা হয়। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
ঘটনার সূত্রপাত গত শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে ঘিরে হাসাহাসির একটি ঘটনা থেকে। বিষয়টি নিয়ে পারভেজের সঙ্গে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয় বলে জানানো হয়।
তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পরপরই ৩০ থেকে ৪০ জনের একটি দল পারভেজকে ঘিরে ফেলে। একপর্যায়ে তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েকজন পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।