রংপুরে দুদক চেয়ারম্যান
ড. ইউনূস সম্পূর্ণ দুর্নীতিবিরোধী ব্যক্তি

- আপডেট সময় : ১১:৫৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / 188

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস একেবারে দুর্নীতির বিপক্ষের একজন মানুষ। তাঁর উপদেষ্টা পরিষদের কেউ দুর্নীতি করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে তিনি রাজি নন।
মঙ্গলবার সকালে রংপুর নগরীর স্টেশন রোডে দুদকের বিভাগীয় ও জেলা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, গত এক বছরে অনেক মামলা হয়েছে এবং পুরোনো অনেক মামলা বিগত সময়ে ধামাচাপা ছিল। সেই মামলাগুলো পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে নতুন মামলাগুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এছাড়া অনেক জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে; বিশেষ করে সেবাদান প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অনেক অভিযোগ থাকে, সেসব প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দুদকের ঝুলে থাকা মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের নিজস্ব বিধিবদ্ধ কিছু আইন আছে। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। দুর্নীতি বাংলাদেশে অনেক ধরনের আছে, কিন্তু আমাদের সীমাবদ্ধতা রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকটি মামলা চলমান এবং আরও কয়েকটি বিষয় তদন্তাধীন। যদি শেষ পর্যন্ত প্রমাণ পাওয়া যায়, তাহলে মামলা করা হবে।
সাংবাদিকদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, কয়েকটি সংবাদপত্রে এই সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার। তবুও যদি অভিযোগ থাকে এবং তা সুনির্দিষ্ট হয়, তাহলে তা আমাদের কাছে আনুন। তবে আপনারা এটাও লক্ষ্য রাখবেন, আমরা আমাদের কাজটি সঠিকভাবে করছি কিনা। ঠিকভাবে করতে না পারলে এরও সমালোচনা করবেন।
এরপর দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। সেখানে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।