ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল নিহতের সংখ্যা বেড়ে ১৬, স্বজনদের আহাজারি বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দিতে রোম গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পূর্বের নির্বাচনী কর্মকর্তারা এবার দায়িত্বে থাকছেন না: স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারুণ্যের অঙ্গীকারে প্রবাসী নেতৃত্ব—জাপান কানসাই ইউনিট জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নরসিংদীর আশিক খন্দকার বিমানবন্দরে সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা শ্যামনগরের ৭০ মণ্ডপে তারেক রহমানের আর্থিক উপহার নির্বাচন নিয়ে ‘নীলনকশা’ হলে জনগণ ছেড়ে দেবে না লাদাখ বিক্ষোভের নেতা সোনম ওয়াংচুক গ্রেপ্তার

ডিবিতে নুরুল হুদা, ‘ভুয়া নির্বাচন’ নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 80

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০১৮ সালের বিতর্কিত একাদশ জাতীয় নির্বাচন নিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নিয়েছে। তাকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে ‘ভুয়া নির্বাচন’ সংক্রান্ত মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

রোববার (২২ জুন) রাতে ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, আগামীকাল নুরুল হুদাকে আদালতে তোলা হতে পারে।

এর আগে সন্ধ্যার দিকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী উত্তরা এলাকায় কে এম নুরুল হুদাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে উত্তরা-পশ্চিম থানা পুলিশ এসে তাকে হেফাজতে নেয় এবং রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনিয়ম, কারচুপি ও ‘দিনের ভোট রাতে’ করার অভিযোগের বিষয়ে সাবেক সিইসিকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, ওই নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ ওঠে। বিরোধী দলগুলো অভিযোগ করে, তখনকার সিইসি নুরুল হুদার অধীনেই দেশে ‘রাতের ভোট’ সংস্কৃতি চালু হয়। সেই থেকেই নুরুল হুদা বিরোধীদের মধ্যে সমালোচনার কেন্দ্রে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডিবিতে নুরুল হুদা, ‘ভুয়া নির্বাচন’ নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদ

আপডেট সময় : ১১:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

২০১৮ সালের বিতর্কিত একাদশ জাতীয় নির্বাচন নিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নিয়েছে। তাকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে ‘ভুয়া নির্বাচন’ সংক্রান্ত মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

রোববার (২২ জুন) রাতে ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, আগামীকাল নুরুল হুদাকে আদালতে তোলা হতে পারে।

এর আগে সন্ধ্যার দিকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী উত্তরা এলাকায় কে এম নুরুল হুদাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে উত্তরা-পশ্চিম থানা পুলিশ এসে তাকে হেফাজতে নেয় এবং রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনিয়ম, কারচুপি ও ‘দিনের ভোট রাতে’ করার অভিযোগের বিষয়ে সাবেক সিইসিকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, ওই নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ ওঠে। বিরোধী দলগুলো অভিযোগ করে, তখনকার সিইসি নুরুল হুদার অধীনেই দেশে ‘রাতের ভোট’ সংস্কৃতি চালু হয়। সেই থেকেই নুরুল হুদা বিরোধীদের মধ্যে সমালোচনার কেন্দ্রে রয়েছেন।