ডিবিতে নুরুল হুদা, ‘ভুয়া নির্বাচন’ নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদ

- আপডেট সময় : ১১:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / 80

২০১৮ সালের বিতর্কিত একাদশ জাতীয় নির্বাচন নিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নিয়েছে। তাকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে ‘ভুয়া নির্বাচন’ সংক্রান্ত মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
রোববার (২২ জুন) রাতে ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, আগামীকাল নুরুল হুদাকে আদালতে তোলা হতে পারে।
এর আগে সন্ধ্যার দিকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী উত্তরা এলাকায় কে এম নুরুল হুদাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে উত্তরা-পশ্চিম থানা পুলিশ এসে তাকে হেফাজতে নেয় এবং রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনিয়ম, কারচুপি ও ‘দিনের ভোট রাতে’ করার অভিযোগের বিষয়ে সাবেক সিইসিকে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, ওই নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ ওঠে। বিরোধী দলগুলো অভিযোগ করে, তখনকার সিইসি নুরুল হুদার অধীনেই দেশে ‘রাতের ভোট’ সংস্কৃতি চালু হয়। সেই থেকেই নুরুল হুদা বিরোধীদের মধ্যে সমালোচনার কেন্দ্রে রয়েছেন।