টিকটক অ্যাকাউন্ট না বন্ধ করায় মেয়েকে গুলি করে হত্যা করল বাবা

- আপডেট সময় : ১২:৩৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 103

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে টিকটক অ্যাকাউন্ট মুছে ফেলতে অস্বীকৃতি জানানোয় নিজের ১৬ বছর বয়সী মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক বাবা। শুক্রবার (১১ জুলাই) স্থানীয় পুলিশ এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে জিও টিভি।
পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, “বাবা তার মেয়েকে টিকটক অ্যাকাউন্ট বন্ধ করতে বলেন। কিন্তু মেয়েটি তাতে রাজি না হওয়ায় তিনি তাকে গুলি করে হত্যা করেন।”
এএফপিকে দেওয়া পুলিশি প্রতিবেদনে আরও বলা হয়, অভিযুক্ত বাবা তার মেয়েকে ‘পরিবারের সম্মান রক্ষার’ নামে হত্যা করেছেন। হত্যাকাণ্ডের পর তিনি গ্রেপ্তার হন।
রাওয়ালপিন্ডি পুলিশের দাবি, হত্যার পর শুরুতে পরিবারটি ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিল। তবে তদন্তে তা মিথ্যা প্রমাণিত হয়।
এই ঘটনা পাকিস্তানে নারীদের প্রতি সহিংসতা ও ‘সম্মান রক্ষার নামে হত্যা’র ভয়াবহ দৃষ্টান্তগুলোর একটি। শুধু গত মাসেই আরেক কিশোরী টিকটক ইনফ্লুয়েন্সার, ১৭ বছর বয়সী সানা ইউসুফ, তার নিজ বাড়িতে খুন হন। পুলিশ জানায়, বন্ধুত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হত্যা করা হয়। নিহত সানা ইউসুফের ফলোয়ার সংখ্যা ছিল ১০ লাখেরও বেশি।
এই ধারাবাহিক ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরীদের নিরাপত্তা এবং পরিবারের মানসিকতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।