‘জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে’

- আপডেট সময় : ০৬:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / 118

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শুক্রবার (২৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিদ্যা সমিতির ২৪তম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
রিজওয়ানা হাসান বলেন, “নির্বাচন এই সময়সীমার মধ্যেই হবে—এর একদিনও এদিক-সেদিক হওয়ার সুযোগ নেই। এই লক্ষ্যেই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “এই সরকার কেবল নির্বাচনের জন্য দায়িত্ব নেয়নি। তিনটি প্রধান দায়িত্ব আমাদের কাঁধে—সংস্কার, বিচার ও নির্বাচন। তাই এ বিষয়গুলো নিয়ে অহেতুক বিতর্ক তোলা অনুচিত।”
ড. ইউনূসের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, “কিছু দায়িত্ব পালনের সঙ্গে সময়সীমার সম্পর্ক থাকতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রধান উপদেষ্টার বক্তব্যই গুরুত্বপূর্ণ।”
চাপ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা কেবল জনগণের প্রত্যাশা পূরণে পারছি কিনা—সেটিই আমাদের কাছে একমাত্র চাপ। এর বাইরে কোনো রাজনৈতিক বা বাইরের চাপ নেই।”
নদী দূষণ নিয়ে এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান জানান, ঢাকার চারটি প্রধান নদী—তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও বালু—দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংক ও এডিবির সঙ্গে চুক্তি হয়েছে। প্রাথমিকভাবে তুরাগ নদী পুনরুদ্ধারের কাজ শুরু হবে।
এছাড়া, টাঙ্গাইলের মধুপুরে গারো সম্প্রদায়ের ভূমি-সংক্রান্ত সমস্যার সমাধান এবং বন বিভাগের করা মামলাগুলো প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “সরকার গারোদের ভূমি অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ২৪ মে থেকে মধুপুর এলাকায় জমির সীমানা নির্ধারণের কাজ শুরু হবে।”
উপদেষ্টার এসব বক্তব্য থেকে স্পষ্ট যে, অন্তর্বর্তী সরকার নির্বাচন ও সংস্কার প্রক্রিয়ায় সময়মতো এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।
One thought on “‘জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে’”