জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার অপেক্ষা শেষ!

- আপডেট সময় : ১২:৪১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / 181

দেশে বহু প্রত্যাশিত জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অপেক্ষা শেষ হতে যাচ্ছে শিগগিরই। ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানিয়েছেন, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন প্রক্রিয়া ও তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।
শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামাল হায়দার বলেন, “প্রধান উপদেষ্টা ক্যাটেগরিকালি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা আসবে। এটা দেশের জন্য অত্যন্ত সুখবর।”
এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ, যিনি জানান, “প্রধান উপদেষ্টা আমাদের বলেছেন, জুলাই সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারিত দিনে নির্বাচন হবে এবং বিস্তারিত প্রক্রিয়া জাতির সামনে তুলে ধরা হবে।”
ববি হাজ্জাজ আরও বলেন, “উনি আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন—কয়েক দিনের মধ্যেই তিনি জাতিকে নির্বাচনের তারিখ ও রূপরেখা জানাবেন। সেই সঙ্গে দেশবাসীকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছেন।”
বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে সাম্প্রতিক ‘অপপ্রচারের’ বিষয়টিও আলোচনায় আসে। এতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের সহায়তা কামনা করেন গুজব ও বিভ্রান্তি দমনে।
জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী জানান, বৈঠকে দেশের চলমান সংকট ও উত্তেজনা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা স্বল্প সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার ব্যক্ত করেছেন বলেও জানান তিনি।
এদিন বৈঠকে অংশগ্রহণকারী দল ও জোটগুলোর মধ্যে ছিল; জাতীয় গণফ্রন্ট (আমিনুল হক টিপু বিশ্বাস), ১২ দলীয় জোট (মোস্তফা জামাল হায়দার), নেজামে ইসলাম পার্টি (মাওলানা আব্দুল মাজেদ আতহারী), বাংলাদেশ খেলাফত মজলিস (মাওলানা ইউসুফ আশরাফ), এনপিপি (ফরিদুজ্জামান ফরহাদ), জাতীয় দল (সৈয়দ এহসানুল হুদা), বাংলাদেশ জাসদ (ড. মুশতাক হোসেন), এনডিএম (ববি হাজ্জাজ), জাকের পার্টি (শামীম হায়দার), ইসলামী ঐক্যজোট (মুফতি সাখাওয়াত হোসাইন রাজি), ভাসানী জনশক্তি পার্টি (রফিকুল ইসলাম বাবলু), বাংলাদেশ লেবার পার্টি (মোস্তাফিজুর রহমান ইরান), বাসদ (মার্কসবাদী) (মাসুদ রানা), জমিয়তে উলামায়ে ইসলাম (মন্জুরুল ইসলাম আফেন্দী) প্রমুখ।
এই বৈঠক ছিল গত কয়েক দিনের ধারাবাহিক আলোচনার অংশ। এর আগে, ২৩ জুলাই আরও ১৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেন। তারও আগে বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গেও বৈঠকে বসেন তিনি।
সব মিলিয়ে নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে একটি পরিস্কার গতি আসছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এখন নজর নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দিকেই।