ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল নিহতের সংখ্যা বেড়ে ১৬, স্বজনদের আহাজারি বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দিতে রোম গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পূর্বের নির্বাচনী কর্মকর্তারা এবার দায়িত্বে থাকছেন না: স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারুণ্যের অঙ্গীকারে প্রবাসী নেতৃত্ব—জাপান কানসাই ইউনিট জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নরসিংদীর আশিক খন্দকার বিমানবন্দরে সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা শ্যামনগরের ৭০ মণ্ডপে তারেক রহমানের আর্থিক উপহার নির্বাচন নিয়ে ‘নীলনকশা’ হলে জনগণ ছেড়ে দেবে না লাদাখ বিক্ষোভের নেতা সোনম ওয়াংচুক গ্রেপ্তার

জন্মসনদ পেল ফরিদপুরের যৌনপল্লীর শিশুরা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  • আপডেট সময় : ০৬:১৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 110

জন্মসনদ পেল ফরিদপুরের যৌনপল্লীর শিশুরা

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে ফরিদপুরের যৌনপল্লীর শিশুরা। তারা পেতে শুরু করেছেন জন্মনিবন্ধন বা জন্মসনদ। এবার বঞ্চিত এসব শিশুরা যেতে পারবে স্কুলে, পড়তে হবে কোনো জটিলতা ছাড়াই।

শনিবার (৯ আগস্ট) দুপুরে ফরিদপুর পৌরসভার হলরুমে শাপলা মহিলা সংস্থার উদ্যোগে প্রথম পর্যায়ে ফরিদপুরের রথখোলা ও সিএন্ডবি ঘাটের দুটি যৌনপল্লীর ৩৫ জন শিশু ও যৌনকর্মীকে জন্মসনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। এর আগে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি ‘জন্মনিবন্ধন জটিলতায় স্কুলে ভর্তি হতে পারছে না যৌনপল্লীর শিশুরা’ শিরোনামে সময় সংবাদে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

শাপলা মহিলা সংস্থা জানায়, ওই যৌনপল্লী দুটিতে ৩৮৯ জন যৌনকর্মী রয়েছে এবং তাদের সন্তানসংখ্যা ২৯৬ জন। অনেকের জন্ম নিবন্ধন না থাকার কারণে স্কুলে ভর্তি হতে অসুবিধা হচ্ছিল। শাপলা মহিলা সংস্থা যৌনকর্মীর সন্তানদের আবাসন এবং পড়ালেখার সুবিধা দিয়ে আসছে। শহরতলীর গেরদায় শিশুদের আবাসনের জন্য একটি ভবন গড়ে তোলা হয়েছে, যেখানে বর্তমানে ৫০ জন মেয়ে ও ৩৫ জন ছেলে রয়েছে।

জন্মসনদ বিতরণ অনুষ্ঠানে জানানো হয়, দি ফ্রিডম ফান্ডের সহযোগিতায় এসব শিশু ও যৌনকর্মীদের জন্মসনদ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। বাবার নাম ও পরিচয় ছাড়াই বিশেষভাবে জন্মসনদ তৈরি করে স্থানীয় সরকার বিভাগ, যা ফরিদপুর পৌরসভার মাধ্যমে বিতরণ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “এই জন্মসনদের মাধ্যমে তারা সকল নাগরিক সুবিধা ভোগ করবে এবং তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. সোহরাব হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, দি ফ্রিডম ফান্ডের বাংলাদেশের প্রতিনিধি খালেদা আক্তার, শাপলা মহিলা সংস্থার উপনির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জন্মসনদ পেল ফরিদপুরের যৌনপল্লীর শিশুরা

আপডেট সময় : ০৬:১৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে ফরিদপুরের যৌনপল্লীর শিশুরা। তারা পেতে শুরু করেছেন জন্মনিবন্ধন বা জন্মসনদ। এবার বঞ্চিত এসব শিশুরা যেতে পারবে স্কুলে, পড়তে হবে কোনো জটিলতা ছাড়াই।

শনিবার (৯ আগস্ট) দুপুরে ফরিদপুর পৌরসভার হলরুমে শাপলা মহিলা সংস্থার উদ্যোগে প্রথম পর্যায়ে ফরিদপুরের রথখোলা ও সিএন্ডবি ঘাটের দুটি যৌনপল্লীর ৩৫ জন শিশু ও যৌনকর্মীকে জন্মসনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। এর আগে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি ‘জন্মনিবন্ধন জটিলতায় স্কুলে ভর্তি হতে পারছে না যৌনপল্লীর শিশুরা’ শিরোনামে সময় সংবাদে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

শাপলা মহিলা সংস্থা জানায়, ওই যৌনপল্লী দুটিতে ৩৮৯ জন যৌনকর্মী রয়েছে এবং তাদের সন্তানসংখ্যা ২৯৬ জন। অনেকের জন্ম নিবন্ধন না থাকার কারণে স্কুলে ভর্তি হতে অসুবিধা হচ্ছিল। শাপলা মহিলা সংস্থা যৌনকর্মীর সন্তানদের আবাসন এবং পড়ালেখার সুবিধা দিয়ে আসছে। শহরতলীর গেরদায় শিশুদের আবাসনের জন্য একটি ভবন গড়ে তোলা হয়েছে, যেখানে বর্তমানে ৫০ জন মেয়ে ও ৩৫ জন ছেলে রয়েছে।

জন্মসনদ বিতরণ অনুষ্ঠানে জানানো হয়, দি ফ্রিডম ফান্ডের সহযোগিতায় এসব শিশু ও যৌনকর্মীদের জন্মসনদ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। বাবার নাম ও পরিচয় ছাড়াই বিশেষভাবে জন্মসনদ তৈরি করে স্থানীয় সরকার বিভাগ, যা ফরিদপুর পৌরসভার মাধ্যমে বিতরণ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “এই জন্মসনদের মাধ্যমে তারা সকল নাগরিক সুবিধা ভোগ করবে এবং তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. সোহরাব হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, দি ফ্রিডম ফান্ডের বাংলাদেশের প্রতিনিধি খালেদা আক্তার, শাপলা মহিলা সংস্থার উপনির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী প্রমুখ।