গলে নাটকীয় পঞ্চম দিনের অপেক্ষা

- আপডেট সময় : ১২:২৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 290

শ্রীলঙ্কার গল শহর—প্রকৃতি ও ইতিহাসের অনন্য সংমিশ্রণ। আরব সাগরের গর্জন, গল ফোর্টের প্রাচীন নিদর্শন, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি—সব মিলিয়ে এখানকার ক্রিকেট স্টেডিয়াম যেন শুধু একটি খেলার মাঠ নয়, বরং এক অসাধারণ অভিজ্ঞতার মঞ্চ।
এবার সেখানে অভিজ্ঞতার পাশাপাশি নাটকীয়তাও উপভোগ করছে বাংলাদেশ দল। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে যখন মনে হচ্ছিল, ম্যাচটি হয়তো নিষ্প্রাণ ড্রয়ের দিকে গড়াবে, তখন চতুর্থ দিনে বদলে যায় দৃশ্যপট।
নাঈম হাসানের দুর্দান্ত স্পিনে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৮৫ রানের উত্তরে তারা বড় লিড নেওয়ার সুযোগ পায়। দ্বিতীয় ইনিংসেও ছিল উদ্বেগ—কিন্তু ওপেনার সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত মিলে গড়ে তোলেন শক্ত ভিত। সাদমান ৭৬ রানের লড়াকু ইনিংস খেলে ফিরে যান এলবিডাব্লিউয়ের ফাঁদে।
পিচের আচরণও এখন রোমাঞ্চকর—চতুর্থ দিনেই স্পিন ধরেছে। শেষ দিনে আরও বেশি টার্ন হলে শ্রীলঙ্কাকে চাপে ফেলতে পারে বাংলাদেশ। দিনের শুরু হবে বাংলাদেশের ১৮৭ রানের লিড নিয়ে, হাতে রয়েছে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলি, এবং লোয়ার অর্ডারে আছে নাঈম ও তাইজুলের মতো কার্যকরী ব্যাটাররা।
তাহলে কি নাজমুল হোসেন শান্ত আক্রমণাত্মক পরিকল্পনা নিয়ে নামবেন? নাকি নিরাপদ ড্রয়ের পথ বেছে নেবেন? মাঠে দলের শরীরী ভাষা কিন্তু ইঙ্গিত দিচ্ছে—লক্ষ্য জয়ই।
গল টেস্ট তাই এখন কেবল একটি খেলা নয়, এটি হয়ে উঠেছে প্রকৃতি, কৌশল ও সাহসের সমন্বয়ে গড়া এক অনবদ্য ক্রিকেটীয় রূপকথা।