কমপ্লিট শাটডাউনে অচল ভোমরা স্থলবন্দর

- আপডেট সময় : ০৫:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / 185

এনবিআর বিলুপ্তি রোধ ও টেকসই রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন সাতক্ষীরার ভোমরা কাস্টমস স্টেশনের কর্মকর্তারা। কর্মসূচির কারণে রবিবার (২৯ জুন) সকাল থেকে ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। কার্যত অচল হয়ে পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থলবন্দর।
আমদানি-রপ্তানিকারকদের দাবি, কাস্টমস কর্মকর্তারা শাটডাউনে থাকায় বন্দরে কোনো ধরনের কাজ করা যাচ্ছে না। ফলে বন্দরের উভয় পাশে, বাংলাদেশের ভোমরা এবং ভারতের ঘোজাডাঙ্গায় প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে রয়েছে।

ভোমরা কাস্টমস স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাটডাউন পালন করা হচ্ছে। এতে বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে।