এবার ৬ লাখ ৬৬০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি

- আপডেট সময় : ১২:৫৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / 232

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। ফলে এ বছর পাস করতে পারেনি ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী—যাদের মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
ফল বিশ্লেষণে দেখা যায়, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ৭১৪টি কেন্দ্রে ৩০ হাজার ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নেয়।
বোর্ডভিত্তিক ফলাফল বিশ্লেষণ:
সাধারণ শিক্ষা বোর্ড:
পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৭৯ হাজার ৩১০ জন। পাস করেছে ১০ লাখ ৬ হাজার ৫৫৪ জন। ফেল করেছে ৪ লাখ ৭২ হাজার ৭৫৬ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ড:
পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন। ফেল করেছে ৯১ হাজার ৪৫৭ জন।
কারিগরি শিক্ষা বোর্ড:
পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৮ হাজার ২০৪ জন। পাস করেছে ১ লাখ ১ হাজার ৭৫৭ জন। ফেল করেছে ৩৬ হাজার ৪৪৭ জন।
এই ফলাফলে বোঝা যাচ্ছে, এবারও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি, যা শিক্ষাব্যবস্থার সামগ্রিক মান, পরীক্ষা পদ্ধতি এবং শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতির ওপর নতুন করে আলোচনার দরজা খুলে দিয়েছে।