ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল নিহতের সংখ্যা বেড়ে ১৬, স্বজনদের আহাজারি বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দিতে রোম গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পূর্বের নির্বাচনী কর্মকর্তারা এবার দায়িত্বে থাকছেন না: স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারুণ্যের অঙ্গীকারে প্রবাসী নেতৃত্ব—জাপান কানসাই ইউনিট জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নরসিংদীর আশিক খন্দকার বিমানবন্দরে সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা শ্যামনগরের ৭০ মণ্ডপে তারেক রহমানের আর্থিক উপহার নির্বাচন নিয়ে ‘নীলনকশা’ হলে জনগণ ছেড়ে দেবে না লাদাখ বিক্ষোভের নেতা সোনম ওয়াংচুক গ্রেপ্তার

শোকে ভাসছে পরিবার

ইউক্রেন যুদ্ধে নিহত গৌরীপুরের ইয়াসিন

প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)
  • আপডেট সময় : ১০:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • / 102

ইউক্রেন যুদ্ধে নিহত গৌরীপুরের মো. ইয়াসিন শেখ

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা ও বাবার ইচ্ছে পূরণের লক্ষ্যে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামের মো. ইয়াসিন শেখ। তবে সে সিদ্ধান্তই তার জীবনের সমাপ্তি ডেকে আনে। গত ২৭ মার্চ ইউক্রেন যুদ্ধে নিহত হন তিনি। ঈদের পরদিন, ১ এপ্রিল, তার পরিবারের কাছে মৃত্যুসংবাদ পৌঁছায়।

বৃহস্পতিবার ইয়াসিনের বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা ফিরোজা বেগম শোকে বিছানায় অসুস্থ হয়ে পড়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “বাবা, কেউ কি আমার ছেলেকে এনে দিতে পারবে? আমি আমার সোনা মানিকের লাশটা একবার দেখতে চাই!”

২০২৩ সালের জানুয়ারিতে রাশিয়ায় একটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছিলেন ইয়াসিন। সেপ্টেম্বর মাসে অফার লেটার পেয়ে রাশিয়ার পথে রওনা হন। মস্কো থেকে প্রায় ১১ হাজার কিলোমিটার দূরের সেই কোম্পানিতে তিন মাস কাজ করার পর রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে যোগ দেন।

ইয়াসিনের চাচাতো ভাই রবিকুল ইসলাম রবি জানান, রাশিয়া যাওয়ার আগে ঢাকায় একটি প্রতিষ্ঠানে রাশিয়ান ভাষা শিখেছিলেন ইয়াসিন। সেখানে ভালো চাকরি পেলেও সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর তার জীবনের মোড় ঘুরে যায়।

পরিবার এখনো ইয়াসিনের মরদেহের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাচ্ছে না। তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে কি না, সে বিষয়েও কেউ নিশ্চিত নয়। ছেলের ছবি আঁকড়ে ধরে মায়ের কান্না থামছেই না।

সংবাদ পেয়ে গৌরীপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা ইয়াসিনের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ-খবর নেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান জানিয়েছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শোকে ভাসছে পরিবার

ইউক্রেন যুদ্ধে নিহত গৌরীপুরের ইয়াসিন

আপডেট সময় : ১০:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা ও বাবার ইচ্ছে পূরণের লক্ষ্যে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামের মো. ইয়াসিন শেখ। তবে সে সিদ্ধান্তই তার জীবনের সমাপ্তি ডেকে আনে। গত ২৭ মার্চ ইউক্রেন যুদ্ধে নিহত হন তিনি। ঈদের পরদিন, ১ এপ্রিল, তার পরিবারের কাছে মৃত্যুসংবাদ পৌঁছায়।

বৃহস্পতিবার ইয়াসিনের বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা ফিরোজা বেগম শোকে বিছানায় অসুস্থ হয়ে পড়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “বাবা, কেউ কি আমার ছেলেকে এনে দিতে পারবে? আমি আমার সোনা মানিকের লাশটা একবার দেখতে চাই!”

২০২৩ সালের জানুয়ারিতে রাশিয়ায় একটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছিলেন ইয়াসিন। সেপ্টেম্বর মাসে অফার লেটার পেয়ে রাশিয়ার পথে রওনা হন। মস্কো থেকে প্রায় ১১ হাজার কিলোমিটার দূরের সেই কোম্পানিতে তিন মাস কাজ করার পর রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে যোগ দেন।

ইয়াসিনের চাচাতো ভাই রবিকুল ইসলাম রবি জানান, রাশিয়া যাওয়ার আগে ঢাকায় একটি প্রতিষ্ঠানে রাশিয়ান ভাষা শিখেছিলেন ইয়াসিন। সেখানে ভালো চাকরি পেলেও সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর তার জীবনের মোড় ঘুরে যায়।

পরিবার এখনো ইয়াসিনের মরদেহের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাচ্ছে না। তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে কি না, সে বিষয়েও কেউ নিশ্চিত নয়। ছেলের ছবি আঁকড়ে ধরে মায়ের কান্না থামছেই না।

সংবাদ পেয়ে গৌরীপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা ইয়াসিনের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ-খবর নেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান জানিয়েছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।