আলিফ হত্যা মামলায় চিন্ময় দাস গ্রেফতার

- আপডেট সময় : ১২:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 176

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ মে) সকালে চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দিন মাহমুদ ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে কারাগারে থাকা চিন্ময় দাসকে এই মামলায় গ্রেফতার দেখানোর অনুমতি চাওয়া হয়। শুনানিকালে চিন্ময় দাসকে জেল থেকে ভার্চুয়ালি যুক্ত করা হলেও তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানিয়েছেন, রাষ্ট্রদ্রোহ মামলায় পূর্ব থেকে আটক থাকা চিন্ময় দাসকে কোতোয়ালি থানায় দায়ের করা আইনজীবী হত্যার মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার চার দিন পর আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এছাড়া আলিফের ভাই আরও একটি মামলা করেন, যেখানে ১১৬ জনকে আসামি করা হয়। একই ঘটনার প্রেক্ষিতে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও তিনটি পৃথক মামলা দায়ের করা হয়।