ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল নিহতের সংখ্যা বেড়ে ১৬, স্বজনদের আহাজারি বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দিতে রোম গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পূর্বের নির্বাচনী কর্মকর্তারা এবার দায়িত্বে থাকছেন না: স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারুণ্যের অঙ্গীকারে প্রবাসী নেতৃত্ব—জাপান কানসাই ইউনিট জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নরসিংদীর আশিক খন্দকার বিমানবন্দরে সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা শ্যামনগরের ৭০ মণ্ডপে তারেক রহমানের আর্থিক উপহার নির্বাচন নিয়ে ‘নীলনকশা’ হলে জনগণ ছেড়ে দেবে না লাদাখ বিক্ষোভের নেতা সোনম ওয়াংচুক গ্রেপ্তার

রায়পুরাতে নদীর বুকে ভেসে এলো একতার সুর

আমরা একসাথে হাঁটি, আমরা থানাহাটি

নিজস্ব প্রতিবেদক, রায়পুরা
  • আপডেট সময় : ০৭:১৫:২১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 331

আমরা একসাথে হাঁটি, আমরা থানাহাটি

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আধুনিক সময়ের ব্যস্ততা ও বৈষম্যের ভিড়ে যখন সমাজে একতা ক্রমেই দুর্লভ হয়ে উঠছে, ঠিক তখনই নরসিংদী জেলার রায়পুরা থানার থানাহাটি গ্রাম এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে।
“আমরা থানাহাটি, আমরা ঐক্যবদ্ধ”— এই প্রাণবন্ত স্লোগানকে সামনে রেখে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এক অসাধারণ নৌকা ভ্রমণ, যেখানে গ্রামের ছাত্র, যুবক, চাকরিজীবী, ব্যবসায়ী, প্রবাসী থেকে শুরু করে বিভিন্ন বয়স ও শ্রেণির মানুষ একত্রিত হন।

এই আয়োজন ছিল আনন্দঘন, কিন্তু এর গভীরে ছিল একটি শক্ত বার্তা— সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধনের আহ্বান। নদীপাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে সাক্ষী রেখে সবাই মিলে একটি সাজানো-গোছানো বড় নৌকায় দিনভর চলেছে গান, গল্প, স্মৃতিচারণ আর উৎসব।

আমরা একসাথে হাঁটি, আমরা থানাহাটি
আমরা একসাথে হাঁটি, আমরা থানাহাটি

সাদা ইউনিফর্মে শতাধিক মানুষের সারিবদ্ধ দাঁড়ানো ছিল শুধু একটি ছবি নয়, ছিল একতার প্রতীক। সেই ছবি যেন বলে— “আমরা আলাদা পথের যাত্রী নই, আমরা একসাথে হাঁটি— আমরা থানাহাটি।”

এই ধরনের উদ্যোগ আজকের তরুণ সমাজের জন্য এক আশার আলো। যেখানে বিভাজন নেই, সেখানে জন্ম নেয় সহযোগিতা। এই আয়োজন দেখিয়ে দিয়েছে— গ্রামীণ জীবন শুধু কৃষি নির্ভর নয়, এটি সামাজিক চেতনারও উর্বর ভিটে।

আয়োজকদের বক্তব্যে উঠে এসেছে, তারা চান প্রতিবছর এমন আয়োজন হোক। ভবিষ্যতে এর মাধ্যমে গ্রামের উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা কার্যক্রম কিংবা যুব প্রশিক্ষণের মতো কাজে সবাই একত্রিত হবেন— এটাই তাদের লক্ষ্য

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রায়পুরাতে নদীর বুকে ভেসে এলো একতার সুর

আমরা একসাথে হাঁটি, আমরা থানাহাটি

আপডেট সময় : ০৭:১৫:২১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

আধুনিক সময়ের ব্যস্ততা ও বৈষম্যের ভিড়ে যখন সমাজে একতা ক্রমেই দুর্লভ হয়ে উঠছে, ঠিক তখনই নরসিংদী জেলার রায়পুরা থানার থানাহাটি গ্রাম এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে।
“আমরা থানাহাটি, আমরা ঐক্যবদ্ধ”— এই প্রাণবন্ত স্লোগানকে সামনে রেখে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এক অসাধারণ নৌকা ভ্রমণ, যেখানে গ্রামের ছাত্র, যুবক, চাকরিজীবী, ব্যবসায়ী, প্রবাসী থেকে শুরু করে বিভিন্ন বয়স ও শ্রেণির মানুষ একত্রিত হন।

এই আয়োজন ছিল আনন্দঘন, কিন্তু এর গভীরে ছিল একটি শক্ত বার্তা— সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধনের আহ্বান। নদীপাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে সাক্ষী রেখে সবাই মিলে একটি সাজানো-গোছানো বড় নৌকায় দিনভর চলেছে গান, গল্প, স্মৃতিচারণ আর উৎসব।

আমরা একসাথে হাঁটি, আমরা থানাহাটি
আমরা একসাথে হাঁটি, আমরা থানাহাটি

সাদা ইউনিফর্মে শতাধিক মানুষের সারিবদ্ধ দাঁড়ানো ছিল শুধু একটি ছবি নয়, ছিল একতার প্রতীক। সেই ছবি যেন বলে— “আমরা আলাদা পথের যাত্রী নই, আমরা একসাথে হাঁটি— আমরা থানাহাটি।”

এই ধরনের উদ্যোগ আজকের তরুণ সমাজের জন্য এক আশার আলো। যেখানে বিভাজন নেই, সেখানে জন্ম নেয় সহযোগিতা। এই আয়োজন দেখিয়ে দিয়েছে— গ্রামীণ জীবন শুধু কৃষি নির্ভর নয়, এটি সামাজিক চেতনারও উর্বর ভিটে।

আয়োজকদের বক্তব্যে উঠে এসেছে, তারা চান প্রতিবছর এমন আয়োজন হোক। ভবিষ্যতে এর মাধ্যমে গ্রামের উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা কার্যক্রম কিংবা যুব প্রশিক্ষণের মতো কাজে সবাই একত্রিত হবেন— এটাই তাদের লক্ষ্য