অভ্যুত্থানের বার্ষিকীতে জুলাই সনদ প্রকাশ: প্রধান উপদেষ্টা

- আপডেট সময় : ১০:৪২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / 107

অভ্যুত্থানের বার্ষিকীতে ‘জুলাই সনদ’ প্রকাশের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৭ জুন) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ ঘোষণা দেন।
ড. ইউনূস বলেন, “একটি বিশৃঙ্খল সময়ের পর আমরা এখন ধারাবাহিক ও গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। সাংবিধানিক, বিচারিক ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে একটি শক্তিশালী বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতে কাজ করছি। আগামী মাসে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে আমরা ‘জুলাই সনদ’ প্রকাশ করব।”
সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, জাতীয় নির্বাচন প্রস্তুতি, রোহিঙ্গা সংকট এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, “অনেক বছর পর তরুণ ভোটাররা একটি মুক্ত ও সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। আশা করি এটি উৎসবমুখর ও আশাব্যঞ্জক পরিবেশে হবে।”
অস্ট্রেলিয়া তাদের ভিসা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে ইউনূস কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমানে অস্ট্রেলিয়ায় ৬৫ হাজারের বেশি বাংলাদেশি থাকছেন, যাদের মধ্যে ১৪ হাজার শিক্ষার্থী।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার জানান, দেশটির সরকার ইউএনডিপির মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে ২০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে। তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ এখন ৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, যা গত পাঁচ বছরে গড়ে ১৬.২ শতাংশ হারে বেড়েছে।
রোহিঙ্গা সংকট নিয়ে ইউনূস বলেন, “বাংলাদেশে থাকা প্রায় ১০ লাখ রোহিঙ্গার জন্য অস্ট্রেলিয়াকে আরও মানবিক সহায়তা বাড়াতে হবে।” জবাবে হাইকমিশনার জানান, তারা ইতিমধ্যে অতিরিক্ত ৯.৬ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, ফলে ২০১৭ সাল থেকে মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ৫৫৩.৬ মিলিয়ন ডলারে।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম।