ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল নিহতের সংখ্যা বেড়ে ১৬, স্বজনদের আহাজারি বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দিতে রোম গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পূর্বের নির্বাচনী কর্মকর্তারা এবার দায়িত্বে থাকছেন না: স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারুণ্যের অঙ্গীকারে প্রবাসী নেতৃত্ব—জাপান কানসাই ইউনিট জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নরসিংদীর আশিক খন্দকার বিমানবন্দরে সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা শ্যামনগরের ৭০ মণ্ডপে তারেক রহমানের আর্থিক উপহার নির্বাচন নিয়ে ‘নীলনকশা’ হলে জনগণ ছেড়ে দেবে না লাদাখ বিক্ষোভের নেতা সোনম ওয়াংচুক গ্রেপ্তার

ড. ইউনূস মোদিকে হাঁড়িভাঙা আম উপহার হিসেবে পাঠাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 135
দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম উপহার হিসেবে পাঠিয়েছেন। কূটনৈতিক এই প্রীতি উপহার এরইমধ্যে সীমান্ত অতিক্রম করে দিল্লিতে পৌঁছেছে বলে জানিয়েছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস। খুব শিগগিরই সেটি পাঠানো হবে প্রধানমন্ত্রী মোদির বাসভবন, সাত নম্বর লোককল্যাণ মার্গে।

দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে কিছুটা শীতল হলেও, সর্বোচ্চ পর্যায়ে কূটনৈতিক সৌজন্য যে এখনো অটুট রয়েছে, এই উপহার সেটিরই একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।

দিনকয়েক আগে গুজরাটে একটি সেতু ধসে বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী মোদিকে শোক জানিয়ে চিঠি লিখেছিলেন অধ্যাপক ইউনূস। এরও আগে, পবিত্র ঈদুল আজহার সময় প্রধানমন্ত্রী মোদি ড. ইউনূসকে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে সৌজন্য প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের ১১ মাসে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী মোদির সঙ্গে অধ্যাপক ইউনূসের একবারই সরাসরি সাক্ষাৎ হয়েছে, যা অনুষ্ঠিত হয়েছিল গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে।

হাঁড়িভাঙা আম উপহারের এই ঐতিহ্য প্রথম চালু হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে। তখন শুধুমাত্র মোদিকেই নয়, ভারতের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদেরও আম পাঠানো হতো। এই রেওয়াজ অব্যাহত রেখেছে বর্তমান অন্তর্বর্তী সরকারও।

এ বছর ত্রিপুরা রাজ্য সরকার এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্যও বাংলাদেশ সরকার পক্ষ থেকে পাঠানো হয়েছে ৩০০ কেজি হাঁড়িভাঙা আম। প্রতিবছর উপহার বিনিময়ের এই প্রথা দুই দেশের সম্পর্ককে আরও হৃদ্যতাপূর্ণ করে তোলে। ত্রিপুরা থেকে বাংলাদেশের জন্য পাঠানো হয় তাদের বিখ্যাত রসালো কুইন জাতের আনারস।

উল্লেখযোগ্যভাবে, বলিউড তারকা অক্ষয় কুমারকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, আম তাঁর সবচেয়ে প্রিয় ফল। তাই বাংলাদেশের পক্ষ থেকে উপহার হিসেবে হাঁড়িভাঙা আম মোদিকে পাঠানো কেবল একটি সৌজন্য নয়, বরং ব্যক্তিগত পছন্দের প্রতিও সম্মান জানানো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ড. ইউনূস মোদিকে হাঁড়িভাঙা আম উপহার হিসেবে পাঠাচ্ছেন

আপডেট সময় : ১২:১৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম উপহার হিসেবে পাঠিয়েছেন। কূটনৈতিক এই প্রীতি উপহার এরইমধ্যে সীমান্ত অতিক্রম করে দিল্লিতে পৌঁছেছে বলে জানিয়েছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস। খুব শিগগিরই সেটি পাঠানো হবে প্রধানমন্ত্রী মোদির বাসভবন, সাত নম্বর লোককল্যাণ মার্গে।

দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে কিছুটা শীতল হলেও, সর্বোচ্চ পর্যায়ে কূটনৈতিক সৌজন্য যে এখনো অটুট রয়েছে, এই উপহার সেটিরই একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।

দিনকয়েক আগে গুজরাটে একটি সেতু ধসে বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী মোদিকে শোক জানিয়ে চিঠি লিখেছিলেন অধ্যাপক ইউনূস। এরও আগে, পবিত্র ঈদুল আজহার সময় প্রধানমন্ত্রী মোদি ড. ইউনূসকে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে সৌজন্য প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের ১১ মাসে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী মোদির সঙ্গে অধ্যাপক ইউনূসের একবারই সরাসরি সাক্ষাৎ হয়েছে, যা অনুষ্ঠিত হয়েছিল গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে।

হাঁড়িভাঙা আম উপহারের এই ঐতিহ্য প্রথম চালু হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে। তখন শুধুমাত্র মোদিকেই নয়, ভারতের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদেরও আম পাঠানো হতো। এই রেওয়াজ অব্যাহত রেখেছে বর্তমান অন্তর্বর্তী সরকারও।

এ বছর ত্রিপুরা রাজ্য সরকার এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্যও বাংলাদেশ সরকার পক্ষ থেকে পাঠানো হয়েছে ৩০০ কেজি হাঁড়িভাঙা আম। প্রতিবছর উপহার বিনিময়ের এই প্রথা দুই দেশের সম্পর্ককে আরও হৃদ্যতাপূর্ণ করে তোলে। ত্রিপুরা থেকে বাংলাদেশের জন্য পাঠানো হয় তাদের বিখ্যাত রসালো কুইন জাতের আনারস।

উল্লেখযোগ্যভাবে, বলিউড তারকা অক্ষয় কুমারকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, আম তাঁর সবচেয়ে প্রিয় ফল। তাই বাংলাদেশের পক্ষ থেকে উপহার হিসেবে হাঁড়িভাঙা আম মোদিকে পাঠানো কেবল একটি সৌজন্য নয়, বরং ব্যক্তিগত পছন্দের প্রতিও সম্মান জানানো।