৩ বাংলাদেশিকে তুলে নিল আরাকান আর্মি

- আপডেট সময় : ১০:৫১:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / 228

কক্সবাজারের টেকনাফে নাফ নদে মাছ ধরার সময় গুলি চালিয়ে তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার (১২ মে) দুপুরে লেদা সীমান্তসংলগ্ন নদীতে এই ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হলেন—সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তারা সবাই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী জেলে মহিউদ্দিন জানান, মাছ ধরতে গিয়ে নদীতে অবস্থানকালে মিয়ানমার সীমান্ত থেকে আরাকান আর্মির সদস্যরা হঠাৎ গুলি চালায়। এরপর তারা দ্রুত নৌকায় উঠে তিন জেলেকে ধরে নিয়ে যায়। আশপাশে থাকা অন্য জেলেরা আতঙ্কে পালিয়ে আসে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হুদা বলেন, নাফ নদে মাছ ধরতে গিয়ে তিন জেলে অস্ত্রের মুখে অপহৃত হয়েছেন। এর আগেও একই দিন সকালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে আরাকান আর্মি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নেওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘটনার বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।