ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল নিহতের সংখ্যা বেড়ে ১৬, স্বজনদের আহাজারি বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দিতে রোম গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পূর্বের নির্বাচনী কর্মকর্তারা এবার দায়িত্বে থাকছেন না: স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারুণ্যের অঙ্গীকারে প্রবাসী নেতৃত্ব—জাপান কানসাই ইউনিট জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নরসিংদীর আশিক খন্দকার বিমানবন্দরে সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা শ্যামনগরের ৭০ মণ্ডপে তারেক রহমানের আর্থিক উপহার নির্বাচন নিয়ে ‘নীলনকশা’ হলে জনগণ ছেড়ে দেবে না লাদাখ বিক্ষোভের নেতা সোনম ওয়াংচুক গ্রেপ্তার

সিরিয়ার পর কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 118

সিরিয়ার পর কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (২৩ জুন) রাজধানী দোহায় এই হামলা পরিচালিত হয়। ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস নিউজ এজেন্সি এই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, কাতারের ওই সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এছাড়া, এক্সিওস নিউজের তথ্য অনুসারে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির আরবিক নিউজও কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার খবর নিশ্চিত করেছে।

এদিকে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের আরেকটি সামরিক ঘাঁটিও মর্টার হামলার শিকার হয়েছে। যদিও এই হামলায় কোনও হতাহতের বা বড় ধরনের ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, সিরিয়ার ওই ঘাঁটিতে হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা
সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যেমন সৌদি আরব, কাতার ও কুয়েতে যুক্তরাষ্ট্রের অনেকগুলো সামরিক ঘাঁটি রয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর তেহরান এ অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং স্বার্থগুলোকে বৈধ লক্ষ্যবস্তু ঘোষণা করেছে।

বিশ্লেষকদের ধারণা, সিরিয়ার হাসাকাহ প্রদেশে হামলার পেছনে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

গত বছরের তথ্য অনুযায়ী, বিশ্বের ৫১টি দেশে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর অন্তত ১২৮টি ঘাঁটি পরিচালনা করে, যেখানে হাজার হাজার মার্কিন সৈন্য দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিরিয়ার পর কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ১১:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যের কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (২৩ জুন) রাজধানী দোহায় এই হামলা পরিচালিত হয়। ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস নিউজ এজেন্সি এই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, কাতারের ওই সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এছাড়া, এক্সিওস নিউজের তথ্য অনুসারে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির আরবিক নিউজও কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার খবর নিশ্চিত করেছে।

এদিকে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের আরেকটি সামরিক ঘাঁটিও মর্টার হামলার শিকার হয়েছে। যদিও এই হামলায় কোনও হতাহতের বা বড় ধরনের ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, সিরিয়ার ওই ঘাঁটিতে হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা
সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যেমন সৌদি আরব, কাতার ও কুয়েতে যুক্তরাষ্ট্রের অনেকগুলো সামরিক ঘাঁটি রয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর তেহরান এ অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং স্বার্থগুলোকে বৈধ লক্ষ্যবস্তু ঘোষণা করেছে।

বিশ্লেষকদের ধারণা, সিরিয়ার হাসাকাহ প্রদেশে হামলার পেছনে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

গত বছরের তথ্য অনুযায়ী, বিশ্বের ৫১টি দেশে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর অন্তত ১২৮টি ঘাঁটি পরিচালনা করে, যেখানে হাজার হাজার মার্কিন সৈন্য দায়িত্ব পালন করছেন।