রায়পুরায় প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার উপহার

- আপডেট সময় : ০১:২৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / 123

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী বিপুল হাসান (৪৪)-এর জীবনযাত্রা কিছুটা হলেও সহজ করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তার অংশ হিসেবে তাকে একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে চলাফেরায় সীমাহীন কষ্টে থাকা বিপুল হাসান জানান, “আমি আমার জীবনের কষ্টের কথা স্থানীয় সাংবাদিক শফিকুল ভাইয়ের সঙ্গে শেয়ার করি। তিনি ইউএনও স্যারের সঙ্গে যোগাযোগ করেন। আজ আমি একটি হুইলচেয়ার পেয়েছি। এখন আমার চলাফেরা অনেক সহজ হবে। আমি অত্যন্ত কৃতজ্ঞ।”
এ প্রসঙ্গে ইউএনও ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা বলেন, “প্রতিদিনের সংবাদ পত্রিকার স্থানীয় প্রতিবেদকের মাধ্যমে আমরা বিপুল হাসানের দুরবস্থার কথা জানতে পারি। একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এই ধরনের মানুষের সহায়তায় আমরা পাশে থাকব ইনশাআল্লাহ।”
হুইলচেয়ার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, প্রবীণ সাংবাদিক সাধন দাস, উপদেষ্টা জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ সালেক আহমেদ পলাশ, সদস্য শফিকুল ইসলাম, দিদার ও প্রণয় ভৌমিক, চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার এবং রায়পুরা পৌর যুবদল সভাপতি মোঃ সাইফুল ইসলাম (সোহেল) সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
এই মানবিক উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। চরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় এমন সহানুভূতিশীল উদ্যোগ আশার বাতিঘর হয়ে উঠেছে অসহায় মানুষের জন্য।