ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল নিহতের সংখ্যা বেড়ে ১৬, স্বজনদের আহাজারি বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দিতে রোম গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পূর্বের নির্বাচনী কর্মকর্তারা এবার দায়িত্বে থাকছেন না: স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারুণ্যের অঙ্গীকারে প্রবাসী নেতৃত্ব—জাপান কানসাই ইউনিট জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নরসিংদীর আশিক খন্দকার বিমানবন্দরে সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা শ্যামনগরের ৭০ মণ্ডপে তারেক রহমানের আর্থিক উপহার নির্বাচন নিয়ে ‘নীলনকশা’ হলে জনগণ ছেড়ে দেবে না লাদাখ বিক্ষোভের নেতা সোনম ওয়াংচুক গ্রেপ্তার

মোদি সরকার মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 112

আসিফ নজরুল

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে মুসলমানদের ধর্মীয় সম্পত্তি পরিচালনা নিয়ে মোদি সরকারের নতুন পদক্ষেপকে মুসলিমবিরোধী বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (৬ এপ্রিল) সকালে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সম্প্রতি পাস হওয়া এক নতুন আইনের মাধ্যমে মুসলমানদের ওয়াক্‌ফ সম্পত্তি ব্যবস্থাপনায় অমুসলিমদের যুক্ত করার সুযোগ রাখা হয়েছে। সেই সঙ্গে এসব ধর্মীয় সম্পত্তিতে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিধানও রাখা হয়েছে।

আসিফ নজরুল আশঙ্কা প্রকাশ করে বলেন, এই আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভারত সরকার মুসলমানদের বহু পুরনো মসজিদসহ ঐতিহাসিক ওয়াক্‌ফ সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে।

তিনি প্রশ্ন তোলেন, “ভারতে তো হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য কোনো ধর্মাবলম্বীকে রাখা হয় না। তাহলে ওয়াক্‌ফ বোর্ডে অমুসলিমদের রাখা হবে কেন?”

তার মতে, এই আইন ভারতে মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের প্রতি হিন্দুত্ববাদী গোষ্ঠীর বৈষম্য ও নিপীড়নের ধারাবাহিকতা আরও একধাপ এগিয়ে নেবে।

আসিফ নজরুল আরও বলেন, এই পরিস্থিতি অত্যন্ত পরিতাপজনক। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, “যারা নিজেদের দেশে সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে, তারাই আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের মিথ্যা অভিযোগ তোলে বারবার।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোদি সরকার মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে

আপডেট সময় : ১২:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

ভারতে মুসলমানদের ধর্মীয় সম্পত্তি পরিচালনা নিয়ে মোদি সরকারের নতুন পদক্ষেপকে মুসলিমবিরোধী বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (৬ এপ্রিল) সকালে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সম্প্রতি পাস হওয়া এক নতুন আইনের মাধ্যমে মুসলমানদের ওয়াক্‌ফ সম্পত্তি ব্যবস্থাপনায় অমুসলিমদের যুক্ত করার সুযোগ রাখা হয়েছে। সেই সঙ্গে এসব ধর্মীয় সম্পত্তিতে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিধানও রাখা হয়েছে।

আসিফ নজরুল আশঙ্কা প্রকাশ করে বলেন, এই আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভারত সরকার মুসলমানদের বহু পুরনো মসজিদসহ ঐতিহাসিক ওয়াক্‌ফ সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে।

তিনি প্রশ্ন তোলেন, “ভারতে তো হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য কোনো ধর্মাবলম্বীকে রাখা হয় না। তাহলে ওয়াক্‌ফ বোর্ডে অমুসলিমদের রাখা হবে কেন?”

তার মতে, এই আইন ভারতে মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের প্রতি হিন্দুত্ববাদী গোষ্ঠীর বৈষম্য ও নিপীড়নের ধারাবাহিকতা আরও একধাপ এগিয়ে নেবে।

আসিফ নজরুল আরও বলেন, এই পরিস্থিতি অত্যন্ত পরিতাপজনক। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, “যারা নিজেদের দেশে সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে, তারাই আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের মিথ্যা অভিযোগ তোলে বারবার।”