নরসিংদীতে বিক্ষোভ
তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করলে ঘরে ফিরতে দেব না

- আপডেট সময় : ১০:৪৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / 168

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান মিথ্যাচার ও ষড়যন্ত্র, দেশের অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মিডফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল।
সোমবার বিকেলে নরসিংদী বিআরটিসি বাস ডিপু থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন এলাকায় এসে শেষ হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার শ্রমিকদল নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ ও সমাবেশের নেতৃত্ব দেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি মো. রবিউল ইসলাম রবি। তিনি সমাবেশে বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারে শ্রমিক দল কখনো নীরব থাকবে না। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়ছি, ভবিষ্যতেও লড়বো। স্বৈরাচারী সরকারকে হটাতে শ্রমিক শ্রেণি সবসময় সামনের কাতারে থাকবে।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে বিএনপির ৪০৫ নেতাকর্মী শহীদ হয়েছেন। তাদের মধ্যে নরসিংদীর মধাবদী এলাকার শ্রমিকদল নেতা জাহাঙ্গীর আলম শহীদ হয়ে ইতিহাসে স্থান করে নিয়েছেন। আমরা তাদের আত্মার শান্তি কামনা করি, আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভূঁইয়া, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান, সহ-সাধারণ সম্পাদক শহীদ সরকার, শহর শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মধাবদী শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল লতিফ, রায়পুরা উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মুছা মিয়া ও সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া, পৌরসভা শ্রমিক দলের সভাপতি হাবিবুল্লাহ হাবিব ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিয়া, শ্রমিকদল নেতা মোবারক হোসেন, সুলতান মাহমুদ, আপন মিয়াসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “জাতীয়তাবাদী শ্রমিকদের আর উত্তেজিত করবেন না। একবার রাস্তায় নামলে আর ঘরে ফিরবো না। এই দুঃশাসনের শেষ প্রহর গণনার সময় এসে গেছে।”